শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশ আজ

যাযাদি ডেস্ক
  ১৬ মে ২০২৫, ০৮:৫৭
আপডেট  : ১৬ মে ২০২৫, ০৮:৫৮
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশ আজ
ছবি: যায়যায়দিন

তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কাকরাইল মোড়েই অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

এদিকে আজ শুক্রবার সকাল ১০টায় বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষকরা কাকরাইলে সমাবেশ করবেন। পাশাপাশি জুমার নামাজের পর শুরু হবে গণঅনশন।

1

বৃহস্পতিবার (১৫ মে) রাত ১১টা ৫০ মিনিটে ‘জবি ঐক্য’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন এ কর্মসূচির ঘোষণা দেন।

ঘোষিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে— চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; আজ (১৬ মে) সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হবে; একই দিনে জুমার নামাজের পর গণঅনশন পালিত হবে; ১৪ মে দিনটিকে ‘জবি কালো দিবস’ হিসেবে পালন করা হবে এবং প্রতিবছর এই দিনটি স্মরণে রাখা হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ১৪ মে সরকারের পেটুয়া বাহিনীর হাতে শিক্ষক-শিক্ষার্থীদের মারধর ও লাঞ্ছনার মাধ্যমে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে।

অধ্যাপক ড. রইছউদ্দীন বলেন, "আমরা সরকারের কাছে আমাদের অধিকার আদায়ের দাবি জানিয়েছিলাম। কিন্তু তার বদলে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।

শিক্ষক-শিক্ষার্থীদের বেধড়ক মারধর করা হয়েছে, অথচ প্রশাসন এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি। হামলার ৩৫ ঘণ্টা পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো বার্তাও আসেনি।"

তিনি আরও বলেন, ‘দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থীরা আগামীকাল জুমার নামাজের পর গণঅনশন শুরু করবে। এতে সকল সাবেক ও বর্তমান জবিয়ানদের অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

একই দিন সকাল ১০টা থেকে আন্দোলন স্থলে শুরু হবে জবিয়ান সমাবেশ। এছাড়া, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশ কর্তৃক শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ১৪ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘কালো দিবস’ হিসেবে পালন করা হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে