খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
১৯ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটির অভিষেক এবং বিদায়ী কমিটির ফেয়ারওয়েল অনুষ্ঠিত হয়।
২৭ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনের ফলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আহমেদ আল ফয়সাল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডুকেশন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাহুল ঘোষ।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের সুমাইয়া আফরিন অর্থি, ইংরেজি ডিসিপ্লিনের ইসরাত জাহান শাহরিন এবং ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিসিপ্লিনের আশিকুর রহমান উজ্জ্বল।
তাঁরা সকলেই ক্লাবের বিভিন্ন কার্যক্রমে পূর্ব থেকেই সক্রিয়ভাবে যুক্ত এবং বর্তমানে চতুর্থ বর্ষে অধ্যয়নরত।
এবার প্রথমবারের মতো ২২ ব্যাচের শিক্ষার্থীরা ক্লাবের গভর্নিং বডিতে অন্তর্ভুক্ত হয়েছেন এবং ২৩ ব্যাচের শিক্ষার্থীরা স্থান পেয়েছেন কার্যনির্বাহী কমিটিতে।
নতুন সদস্যদের যুক্ত হওয়ায় ক্লাবের নেতৃত্বে এক নতুন প্রজন্মের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির সদস্যরা নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান এবং ক্লাবের ধারাবাহিক অগ্রগতি ও সাফল্যের জন্য শুভকামনা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে, যেখানে পুরনো ও নতুন নেতৃত্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রকাশ ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে ভূমিকা রাখা এই ক্লাবের নতুন কমিটি আগামী দিনের পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।