বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

ইসলামপুরে কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ  

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
  ২১ মে ২০২৫, ১২:৩১
আপডেট  : ২১ মে ২০২৫, ১২:৩৪
ইসলামপুরে কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ  
জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত। ছবি: যায়যায়দিন

জামালপুরের ইসলামপুরে জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইম্প্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পের উদ্যোগে ও ইস্পাহানি এগ্রো লি.-এর কারিগরি সহায়তায় পরিবেশবান্ধাব বালাইনাশক ও জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) ইসলামপুর উপজেলা মডেল মসজিদে দিনব্যাপী অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো অপারেশন প্রোগ্রামের মাধ্যমে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়নাধীন জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (জেসমিন) প্রকল্পের উদ্যোগে এই প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়েছে।

1

উক্ত প্রশিক্ষণে ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ৫২জন কমিউনিটি সেলস এজেন্টদের নিয়ে ইস্পাহানি এগ্রো লিমিটেড পরিবেশবান্ধব বিভিন্ন কৃষি উপকরণ ও মার্কেটিং চ্যানেল নিয়ে আলোচনা করেন।

জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার রবিউল আউয়াল এর সঞ্চালনায় আলোচনা করেন, ইস্পাহানি এগ্রো লিমিটেডের ডেপুটি এক্সিকিউটিভ (মার্কেট ডেভেলপমেন্ট) তানভীর হাসান, টেরিটরি সেলস অফিসার হুমায়ুন কবীর, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের বিজনেস ডেভলপমেন্ট অফিসার কৃষিবিদ খলিলউল্লাহ, আবিদ হাসান, আব্দুস সামাদসহ আরো অনেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে