বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২
সেরা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১০:১৯
আপডেট  : ২৭ মে ২০২৫, ১২:৪২
নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
অংশগ্রহণকাী শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ছবি: যায়যায়দিন

নড়াইলে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে নড়াইল শিশু বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ( জেলা শিশু একাডেমী)র হল রুমে এ আয়োজন করা হয়।

জেলার প্রগতি বিদ্যানিকেতন, নড়াইল কালেটরেট স্কুল, নড়াইল শহর সরকারি প্রার্থমিক বিদ্যালয়, নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রার্থমিক বিদ্যালয়, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ভওয়াখালি সরকারি প্রার্থমিক বিদ্যালয়,নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন শিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমীর শিশুদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

1

৪টি গ্রুপে অংশগ্রহণকারী শিশুরা হল ক গ্রুপে শিশু থেকে ২য় শ্রেনী পর্যন্ত, খ গ্রুপে ৩য় শ্রেণি হতে ৪র্থ শ্রেণি , গ গ্রুপে ৫ম থেকে ৬ষ্ঠ এবং ঘ গ্রুপে ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত।

শতাধিক শিক্ষার্থী অংশ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুদের রং তুলির আচড়ে গ্রাম বাংলার গ্রামীণ চিত্র ফুটে ওঠে। এদিকে বিশ্ব পরিবেশ দিবসে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ফজিলাতুন নেছা,নড়াইল প্রেসক্লাবের কার্যনির্বাহী সাংবাদিক মো. আল আমিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিচারক প্যানেলের কর্মকর্তা ও অভিভাবকবৃন্দ ।

পরিবেশ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক মিয়া বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে জেলা শিশু একাডেমী নড়াইলে শিশু কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন টি বনাঢ্য ভাবে পালন করে থাকি।

এ বছর বৃষ্টি ও শিশু একাডেমীর গাফিলতিতে একটু বিলম্বে শুরু করা হলেও অংশগ্রহণকারীদের উপস্থিতি সন্তোষজনক ছিলো। এবছর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম স্থান অধিকার করে প্রগতি বিদ্যানিকেতনের শিক্ষার্থী জয়শ্রী রক্ষিত অক্ষি, ২য় স্থান অধিকার করে নড়াইল কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী শিহরণ সাহা এবং যৌথ ৩য় স্থান অধিকার করে নড়াইল শহর সরকারি প্রার্থমিক বিদ্যালয় এবং নড়াইল দক্ষিণ পূর্ব মডেল প্রার্থমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শোহেণী পোদ্দার ও ধৃতি পাল।

খ গ্রুপে প্রথম নন্দীনি পার, যৌথ ২য় আরাধ্যা চক্রবর্তী ও ফাতিমাতুজ জোহরা ফাতিহা, যৌথ ৩য় হয় রুদ্রদীপ দাশ ও অংকুশ বোস, গ গ্রুপে ১ম মো. নাবিল নাহিয়ান, যৌথ ২য় জান্নাতুল ফ্রেরদৌস নিসা এবং মারিয়া মীম, যৌথ ৩য় রাফসা জামান রুহী ও মৌশিনা খাতুন।

ঘ গ্রুপে প্রথম হয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মিথিলা কুন্ডু মিম, ২য় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ঈপ্সিতা বকসি, যৌথ ৩য় স্থান অধিকার করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী নাজুয়া নাওয়ারা (শখ) এবং এই বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী জয়ীতা বকসী আচল।

উল্লেখ্য,উক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে আগামী ২৫ জুলাই তারিখে উদযাপিত আলোচনা অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের মাথ্যমে পুরস্কার বিতরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে