বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বাকৃবিতে ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লীগ অনুষ্ঠিত

বাকৃবি প্রতিনিধি
  ২৭ মে ২০২৫, ১৮:৩৭
বাকৃবিতে ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লীগ অনুষ্ঠিত
ছবি : যায়যায়দিন

ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়। এটি হতে পারে চিন্তার অস্ত্র, যুক্তির পথনির্দেশক, কৌশল এবং প্রতিনিধিত্বের প্রতীক। এমন ভাবনা থেকেই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাব দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ‘ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লীগ ২০২৫’।

শুধু ভাষাগত দক্ষতা নয়, এই আয়োজন ছিলো যুক্তিবোধ, বুদ্ধিমত্তা ও দলের সঙ্গে একত্রে কাজ করার অনন্য অভিজ্ঞতা। দুই দিনব্যাপী এই আয়োজনে ছিল একক ও দলীয় সেগমেন্টে অংশ নেওয়ার সুযোগ। এতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ অনুষদের প্রতিনিধিত্ব করেন নানা বুদ্ধিবৃত্তিক খেলায়।

1

প্রতিযোগিতার প্রথম দিনের শুরুতেই অনুষ্ঠিত হয় সবচেয়ে জনপ্রিয় সেগমেন্ট ‘ট্রেজার হান্ট’। যেখানে অংশ নেয় ৫৪টি দলের ১৬২ জন শিক্ষার্থী। পুরো বিশ^বিদ্যালয়জুড়ে ছড়িয়ে থাকা ধাঁধা, ছন্দ, সাংস্কৃতিক সংকেত ও ভাষাগত সূত্র ধরে শিক্ষার্থীরা ছুটে বেড়ায় ‘ট্রেজার’ খোঁজার অভ‚তপূর্ব এক অভিযানে। ভাষা, রূপক, যুক্তি ও সংস্কৃতির নিখুঁত মিশেলে তৈরি করা প্রতিটি ক্লু-তেই ছিল নতুন চমক।

এই প্রতিযোগিতার সবচেয়ে আলোচিত মুহূর্ত ছিল মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রথম বর্ষের একটি দলের চ‚ড়ান্ত ধাঁধার সমাধান করে বিজয়ী হওয়ার দৃশ্য। নবীন শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও চমৎকার দলগত সমন্বয় পুরো আয়োজনে এনে দেয় প্রাণচাঞ্চল্য ও উচ্ছ¡াস। এটি অনেকের কাছেই হয়ে ওঠে উৎসাহের অনুপ্রেরণা।

এরপরের সেগমেন্টে ছিলো ‘স্পেলিং বি’, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করে ১২টি দলের ৩৬ জন। একই দিনে অনুষ্ঠিত হয় একক ভিত্তিক ‘উপস্থিত বক্তৃতা’ ও ‘এক্সটেম্পোর স্পিচ’। শিক্ষার্থীদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে এ সেগমেন্টগুলো হয়ে ওঠে প্রাণবন্ত।

দ্বিতীয় দিনের শুরু হয় একক সেগমেন্ট ‘মেমোরি বুস্টার’ দিয়ে। যেখানে প্রতিযোগীরা কেবল স্মৃতিশক্তিকে ভরসা করেই লড়াই করেন। ছিল আরও দুটি ভিন্নধর্মী সেগমেন্ট ‘প্রবাদ প্রলাপ’ এবং বাংলা ক্লাসিক সিনেমা ঘিরে তৈরি ‘ওপেন টি বায়োস্কোপ’-এর প্রিলিমিনারি রাউন্ড।

পরবর্তীতে সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় বাকী চ‚ড়ান্ত সেগমেন্টসমূহ। শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ‘ওয়ার্ড চেইন’ ছিল উল্লেখযোগ্য। এরপর একে একে অনুষ্ঠিত হয় ‘ওপেন টি বায়োস্কোপ’, ‘প্রবাদ প্রলাপ’ ও ‘স্পেলিং বি’ এর ফাইনাল রাউন্ড। স্পেলিং বি’র চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের দল। বিজয়ী হয় পরবর্তীদের দলটি।

‘প্রবাদ প্রলাপ’ এ জয়ী হয় কৃষি অনুষদ। অন্যদিকে ‘ওপেন টি বায়োস্কোপ’-এর শিরোপা ছিনিয়ে নেয় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ। প্রতিটি সেগমেন্টেই শিক্ষার্থীদের পারফরম্যান্স আর দর্শকদের আগ্রহ আয়োজনে এনে দেয় বাড়তি প্রাণ।

পুরস্কার বিতরণী ও বিজয়ী ঘোষণার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সোনিয়া সেহেলী, অধ্যাপক ড. মো রোস্তম আলী, অধ্যাপক ড. মো. আখতারুল আলম, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম এবং অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দীকসহ অনেকে। তাঁদের অভিজ্ঞতা ও মূল্যবান বক্তব্য শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

দুই দিনব্যাপী এই আয়োজনে সম্মিলিত পয়েন্টের ভিত্তিতে বিজয়ী অনুষদ নির্বাচিত হয় কৃষি অনুষদ। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল যথাক্রমে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। উল্লেখযোগ্যভাবে গতবারের মতো এবারও চ্যাম্পিয়ন হলো কৃষি অনুষদ।

এই আয়োজন ছিল কেবল ভাষার প্রতিযোগিতা নয়। এটি ছিল নেতৃত্ব, দলীয় মনোভাব, যুক্তি, স্মরণশক্তি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক প্রাণবন্ত উৎসব। বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মাহাবুব রাফি বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাষা, বুদ্ধিমত্তা ও সংস্কৃতি নিয়ে একসঙ্গে চিন্তা করবে।

যুক্তি ও চিন্তার জোরে নিজেদের মেলে ধরবে। অংশগ্রহণকারী, স্বেচ্ছাসেবক ও দর্শকদের অভ‚তপূর্ব সাড়া প্রমাণ করেছে, এই আয়োজন কেবল প্রতিযোগিতা নয়, বরং একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। শেষ মুহূর্তে বিজয়ীদের উচ্ছ্বাস আর ক্যামেরাবন্দি সেই মধুর স্মৃতিই যেন আগামী বছরের জন্য প্রস্তুত করে দিল নতুন প্রত্যাশা। আমরাও পারি’-এই আত্মবিশ্বাসই ছিল ইন্টার ফ্যাকাল্টি ল্যাঙ্গুয়েজ লীগ ২০২৫-এর সবচেয়ে বড় সাফল্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে