বিএনপির স্থায়ী কমিটির সদস্য কুমিল্লার কৃতি সন্তান ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭৯তম জন্মদিন পালন করেছে ড. মোশাররফ ফাউন্ডেশন মালয়েশিয়া শাখা।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাঙ্গের অভিজাত রেস্টুরেন্ট ভিআইপি পিঠাঘরে আলোচনা, দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়।
এই সময় বাংলাদেশি জাতীয়তাবাদের অতন্দ্র প্রহরি এবং গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের পরীক্ষিত সৈনিক ড. খন্দকার মোশারফের জীবন-আদর্শ নিয়ে বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন ,আনোয়ার পারভেজ ও আব্দুর রহিম ভূঁইয়া প্রমুখ।
এ সময় বাংলাদেশ থেকে টেলিফোনে ড. মারুফ হোসেন তার বাবার জন্মদিন উদযাপন করায় সবাইকে ধন্যবাদ জানান।
যাযাদি/ এসএম