শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

পর্তুগাল জমিয়তের উলামায়ে ইসলামের কাউন্সিল সম্পন্ন

শহীদ আহমদ,পর্তুগাল প্রতিনিধি
  ২৯ অক্টোবর ২০২৪, ২০:৩৮
ছবি : যায়যায়দিন

গতকাল ২৮ অক্টোবর রোজ সোমবার জমিয়তে উলামায়ে ইসলাম পর্তুগালের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল লিসবনের স্হানীয় একটি রেষ্টুরেন্টের হল রুমে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

পর্তুগাল জমিয়তে উলামায়ে ইসলামের ভারপ্রাপ্ত সভাপতি হাফিজ মাওলানা নুরুল মুত্তাকিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ ও জমিয়ত নেতা মাওলানা শরীফ আহমদের যৌথ পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাহদী এবং স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা জাকির হোসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ইউরোপ জমিয়তের মহাসচিব মুফতি মাওসুফ আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সাধারণ সম্পাদক মাওলানা মামনুন মহিউদ্দিন,জমিয়তে উলামায়ে ইসলাম লন্ডন মহানগর শাখার সভাপতি মাওলানা জসিম উদ্দিন,পর্তুগাল জমিয়তের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা জুনায়েদ আহমদ কাসেমী, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ জুবায়ের আহমদ, ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুদ্দাসিসর আনোয়ার,ইউরোপ জমিয়তের সহসাধারণ সম্পাদক আলহাজ্ব জামীল বদরুল প্রমূখ।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন মুফতি মাওসুফ আহমদ।তিনি সভায় উপস্থিত পর্তুগাল জমিয়তের কাউন্সিলরদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হাফিজ মাওলানা নুরুল মুত্তাকিনকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসাবে মাওলানা কায়েস আহমদ আব্দুল্লাহ এর নাম ঘোষণা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন হাজ্বী মাওলানা আব্দুল মালিক , মাওলানা নুরুল হক খান শফিক, মাওলানা শওকত হোসাইন,এ্যডভোকেট নুরুল আবেদিন, মাওলানা মুখবিরুল ইসলাম, হাফিজ জাবের আহমেদ,হাফিজ জিল্লুর রহমান,মাওলানা আখতার,জুনায়েদ আহমদ, মাওলানা মতিউর রহমান, মাওলানা সাঈদ আহমেদ, হাফিজ সুলতান আহমদ, হাফিজ মঈনুল ইসলাম, মাওলানা আলী হায়দার, জুনেল আহমদ চৌধুরী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোঃ আবু সাঈদ সাঈদী,নাসির উদ্দিন,মোহাম্মদ কাওসার আহমদ প্রমূখ।

যাযাদি/ এম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে