বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

জমকালো আয়োজনে ‘বাংলাদেশি ফ‍্যামিলিস ইন পর্তুগাল’র বৈশাখী উৎসব

পর্তুগাল প্রতিনিধি
  ২০ এপ্রিল ২০২৫, ২১:৩২
আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১৩:৩৫
জমকালো আয়োজনে ‘বাংলাদেশি ফ‍্যামিলিস ইন পর্তুগাল’র বৈশাখী উৎসব
ছবি: যায়যায়দিন

শতাধিক ফ্যামিলি নিয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশি ফ‍্যামিলিস ইন পর্তুগালের বৈশাখী উৎসব পর্তুগালের প্রবাসী নারী উদ্দোক্তাদের অন্যতম প্লাটফর্ম বাংলাদেশি ফ‍্যামিলিস ইন পর্তুগালের উদ্দোগে অত্যান্ত আনন্দমুখর পরিবেশে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো ১৪৩২ বাংলা বর্ষবরণ উদযাপন।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা বর্ষবরণ উপলক্ষে পর্তুগালের আলভিতো পার্কে নতুন বছরকে বরণ করে নিতে শিশুদের খেলাধুলা বড়দের মারবেল দৌড় মহিলাদের শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার কোটা খেলা সহ বিভিন্ন আনন্দময় খেলার আয়োজন করে বাংলাদেশি ফ‍্যামিলিস ইন পর্তুগাল। আয়োজকরা হলেন নারী উদ্দোক্তা মাইনবিথী,মাইন,রাহিমুন ফেরদৌসী,রিহাজ ,বনি,নয়ন ,রাফি,নাহাজ।

খেলায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান গ্রহণকারীকে আকর্ষণীয় পুরুষ্কার তোলে দেন পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ব্যাক্তিত্ব পর্তুগাল ফ্রেন্ডশিপ এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন, নারী উদ্দোক্তা মাইনবিথী,মাইন,রাহিমুন ফেরদৌসী,রিহাজ ,বনি,নয়ন ,রাফি,নাহাজ ,পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স),মোরারিয়া বিজনেস ফোরাম নেতা ডল্টন জহির ,যমুনা টিভি পর্তুগাল প্রতিনিধি জহরুল ইসলাম মুন, সহ অন্যান্য অতিথিগন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে