সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​মুখের ব্রণ দূর করতে যা করেন শ্রদ্ধা কাপুর

যাযাদি ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০২১, ১৮:৪৩
​মুখের ব্রণ দূর করতে যা করেন শ্রদ্ধা কাপুর
​মুখের ব্রণ দূর করতে যা করেন শ্রদ্ধা কাপুর

অভিনয়ের পাশাপাশি গ্লামারাস দিয়ে ভক্তদের মন জয় করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তাদেরকে সব সময় গ্লামারাস দেখালেও আপনার আমার মতো সাধারণ সমস্যা তাদেরও রয়েছে। বেশিরভাগ মেয়েদের মুখে যেমন মাঝে মাঝে ব্রণ উঠে তাদেরও তেমনটা হয়। তবে তারা এর থেকে দূরে থাকতে বা ব্রণ উঠলে তা দূর করতে বিভিন্ন উপায় অবলম্বন করেন।

ত্বকের ব্যাপারে বেশ সচেতেন শ্রদ্ধা। তার মতে, মুখের ব্রণ দূর করার জন্য টুথপেস্ট অনেক কার্যকরী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি আমার মুখে ব্রণ হয় আমি টুথপেস্ট ব্যবহার করি। আমার মনে হয় ব্রণ দূর করতে এটি কাজ করে।’

অনেকেই হয়তো মনে করবেন সত্যিই কী এভাবে ব্রণ দূর হয়? এর ব্যাখ্যাও রয়েছে। জানা যায়, কিছু টুথপেস্টে সিলিকা থাকে, যা ব্রণের আর্দ্রভাব দূর করতে সাহায্য করে। সাধারণত টুথপেস্ট ব্যবহারের পর ব্রণ শুকিয়ে যায় ও এরপর সেরে ওঠে।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে