বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

যাযাদি ডেস্ক
  ২৫ জানুয়ারি ২০২১, ১৬:২৯
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা
অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বরুণ-নাতাশা

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও নাতাশা দালাল।

রোববার ছোটবেলার বান্ধবী ফ্যাশন ডিজাইনার নাতাশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বরুণ। তাদের বিয়ের ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। ছবিতে দুজনকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন বরুণ ধাওয়ান। ছবিতে দেখা যায়, বিয়েতে বরুণ পরেছিলেন সোনালি এমব্রয়ডারি করা রুপালি শেরওয়ানি আর স্ত্রী নাতাশা পরেছিলেন সোনালি এমব্রয়ডারি করা লেহেঙ্গা চোলি।

পত্রপত্রিকার খবর, মনিশ মালহোত্রা নয়, এ পোশাক নিজের প্রতিষ্ঠান থেকে তৈরি করেছেন নাতাশা দালাল।

মহারাষ্ট্রের আলিবাগের সাগরঘেঁষা বিলাসবহুল রিসোর্ট দ্য ম্যানশন হাউসে বসে বিয়ের আসর। সেখানে হাজির হয়েছিলেন দুই পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, বিয়ের অনুষ্ঠানে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত ছিলেন না। মুম্বাইয়ে তাদের রিসেপশন অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি।

দুদিন আগে ওয়েডিং সূত্র ডটকমের বরাতে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলা জানিয়েছিল, বিয়ের পর বরুণ ও নাতাশা মধুচন্দ্রিমার জন্য তুরস্কের উদ্দেশে উড়াল দেবেন।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে