বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

​দেশের প্রথম সাইবার থ্রিলারে সিয়াম

যাযাদি ডেস্ক
  ১০ জুন ২০২১, ২০:২০
​দেশের প্রথম সাইবার থ্রিলারে সিয়াম
​দেশের প্রথম সাইবার থ্রিলারে সিয়াম

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রনায়ক সিয়াম আহমেদ। ছোটপর্দায় সাফল্যের পর তিনি চলচ্চিত্রে নিয়মিত হয়েছেন। এবার এই নায়ককে ‘ঢাকা অ্যাটাক’খ্যাত নির্মাতা দীপংকর দীপনের সিনেমায় দেখা যাবে।

আগামীর যুদ্ধ হবে সাইবারকেন্দ্রীক। কতটা প্রস্তুত আমাদের যোদ্ধারা- এই ভাবনা থেকেই ‘অন্তর্জাল’ সিনেমাটি তৈরি হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো সাইবার থ্রিলার চলচ্চিত্র নির্মাণ হতে যাচ্ছে। আইসিটি বিভিাগের উদ্যোগে সিনেমাটি নির্মিত হবে বলে জানা গেছে।

সম্প্রতি একটি চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই চলচ্চিত্রের ঘোষণা দেন বাংলাদেশের তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমে্দ পলক। এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে শুটিংয়ের প্রস্তুতি।

গত ৭ জুন সন্ধ্যায় এই চলচ্চিত্রে নায়কের ভূমিকায় অভিনয়ের জন্য সিয়াম আহমেদের সঙ্গে প্রযোজনা প্রতিষ্ঠানের চুক্তি হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রযোজক মোহাম্মদ আলী হায়দার ও সাদেকুল আরেফিন এবং সহ-প্রযোজক শাহ আমীর খসরু।

সিয়াম অভিনীত ‘শান’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। রাহিমের পরিচালনায় এতে সিয়ামের বিপরীতে অভিনয় করেন পূজা চেরি।

যাযাদি/এসআই

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে