সোমবার, ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

আমরা প্রতি মিনিটে চুমু খাই: শুভশ্রী

যাযাদি ডেস্ক
  ০১ মার্চ ২০২৩, ১০:৩৮
আমরা প্রতি মিনিটে চুমু খাই: শুভশ্রী
ফাইল ছবি

ভালোবেসে ঘর বেঁধেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। দাম্পত্য জীবনে দারুণ সময় পার করছেন এই জুটি।

গত ২১ ফেব্রুয়ারি ছিল রাজ চক্রবর্তীর জন্মদিন। বেশ ঘটা করে দিন উদযাপন করেন শুভশ্রী। মধ্যরাতে কেক কেটে শুরু হয় উদযাপন। আর রাতের এই পার্টি প্রতি মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তারকা দম্পতি। স্বামীর ঠোঁটে গাঢ় চুম্বনের একটি ছবিও প্রকাশ করেন শুভশ্রী। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তারা।

নেটিজেনদের একাংশ বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেননি। কেউ বলেন, ‘এসবই লোক দেখানো।’, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ। তা উল্লেখ করে অনেকে বলেন— ‘এ কেমন বিধায়ক!’ তবে ওই সময়ে এ বিষয়ে মুখ খুলেননি শুভশ্রী কিংবা রাজ। খানিকটা সময় নিয়ে এ বিষয়ে জবাব দিলেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন— ‘আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই। আর এটা আমরা করে যাব।’

রাজের রাজনৈতিক পরিচিতির কারণে অনেক সময়ই কটাক্ষের শিকার হয়েছেন শুভশ্রী। এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘আমরা আমাদের কর্মফলে বিশ্বাসী। আমরা প্রতিটি মুহূর্ত বাঁচি। এই জীবনে এক মুহূর্ত নষ্ট করতে চাই না। তাই এ ধরনের কু-কথায় খুব একটা পাত্তা দিই না।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে