মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নীহারিকার সংসারে ভাঙনের গুঞ্জন, চৈতন্যর নীরবতা

যাযাদি ডেস্ক
  ২১ মার্চ ২০২৩, ১১:৫৯
আপডেট  : ২১ মার্চ ২০২৩, ১৭:১৮
নীহারিকার সংসারে ভাঙনের গুঞ্জন, চৈতন্যর নীরবতা
ফাইল ছবি

টেলিভিশন শো উপস্থাপনার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন নীহারিকা। ২০১৬ সালে তেলেগু ভাষার ‘ওকা মানাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন তিনি। পরের বছরই তামিল সিনেমায় অভিষেক হয় তার। নীহারিকা অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘সাইরা নরসিমহা রেড্ডি’। ২০১৯ সালের ২ অক্টোবর মুক্তি পায় এটি।

২০২০ সালে দীর্ঘ দিনের প্রেমিক চৈতন্যর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী নীহারিকা কোনিড়েলা। এরই মাঝে জোর গুঞ্জন উড়ছে, ভেঙে যাচ্ছে এ দম্পতির সংসার।

সিয়াসাত ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নীহারিকা-চৈতন্যর সংসার ভাঙার গুঞ্জনের সূত্রপাত ইনস্টাগ্রামকে কেন্দ্র করে। মূলত, ইনস্টাগ্রামে তারা পরস্পরকে আনফলো করেছেন। এখানেই শেষ নয়, চৈতন্য তার অ্যাকাউন্ট থেকে বিয়ের সমস্ত ছবি মুছে ফেলেছেন। বিষয়টি সামনে আসার পর থেকে এ দম্পতির বিয়েবিচ্ছেদের গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি নীহারিকা। তবে এ ব্যাপারে এক্কেবারে চুপ চৈতন্য।

নীহারিকার বাবা দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নাগা বাবু, নীহারিকার কাকা অভিনেতা চিরঞ্জীবী, পবন কল্যান, চাচাতো ভাই অভিনেতা রাম চরণ, ফুফাতো ভাই আল্লু অর্জুন। বিয়ের সময়েও তারা সবাই উপস্থিত ছিলেন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে