মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

ট্রোলের মুখে যশ-নুসরাত

যাযাদি ডেস্ক
  ২৮ জানুয়ারি ২০২৪, ১১:০২
আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৪, ১৩:৪৯
ট্রোলের মুখে যশ-নুসরাত

প্রায়ই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকেন টলিউড অভিনেত্রী নুসরাত জাহান। বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না নুসরাত জাহানের। তার মাও অভিনেত্রী ছিলেন। সেই সুবাদে তিনিও পা রাখেন টলিউডে। টলিউডে পা রাখার পর থেকেই আছেন একের পর এক বিতর্ককে জড়িয়ে। বলিউডে যদি থাকেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কঙ্গনা রনৌত তবে টলিউডে থাকবেন নুসরাত জাহান। এই দুই ভুবনের দুই বাসিন্দা যেন যে কোনো ভাবেই হোক নিজেদের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাখবেনই।

নিখিল জৈনকে ছেড়ে যশের সঙ্গে সম্পর্কে জড়িয়ে টলিউডে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই নুসরাত জাহান। তারপর যশের সন্তানের মা হওয়ার পর বিতর্ক উঠেছিল তুঙ্গে। এখনো তারা সম্পর্কে রয়েছেন- একসঙ্গে অভিনয় করছেন, খুলেছেন প্রযোজনা সংস্থাও। তবুও আলোচনা পিছু ছাড়ছে না নুসরাত-যশের প্রেমকাণ্ড!

সম্প্রতি নুসরাত-যশের প্রযোজনা সংস্থার তৈরি ‘সেন্টিমেন্টাল’ ছবির প্রচারে এসে সম্পর্ক নিয়ে কথা বলায় নেটপাড়ায় ট্রোলড হলেন। নেটিজেনরা স্পষ্ট ভাষায় বলছেন, ‘যারা নিজেরা অবৈধভাবে দু’টো বিয়ে করেন তারা সম্পর্ক নিয়ে টিপস দিচ্ছেন!’

সোস্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়েছে যেখানে এক সাক্ষাৎকারে যশ বলছেন, ‘যেমন আমরা রোজ জিমে গিয়ে শরীরকে ফিট রাখি, সেইরকমই সম্পর্ককে হেলদি রাখতে সময় দেওয়া উচিত।’ যশের মুখের কথা নিয়ে নুসরাত বলেন, ‘যাই হয়ে যাক। বিশ্বাস ভঙ্গ করা উচিত নয়।’ সম্পর্ক টিকিয়ে রাখার এ পরামর্শ ভালোভাবে নেয়নি নেটিজেনরা। বরং সমালোচনার মুখে পড়েছেন যশ-নুসরাত। এ নিয়ে রীতিমতো ট্রোলের মুখে পড়েছেন এই ‘সেন্টিমেন্টাল’ জুটি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরাতের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

যে অর্থ নেওয়া হয়েছিল তার হিসাব দেননি নুসরাত। সেই টাকা তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ ওঠে। ফলে নুসরাতের বিরুদ্ধে ২৪ কোটি রুপির ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগ উঠায় কিছুদিন আগেই নুসরাত জাহানকে একটি প্রতারণার মামলায় আদালতে গিয়ে সশরীরে উপস্থিত হতে হয়েছে। অভিযোগে আছে, তার গড়া একটি সংস্থার মাধ্যমে কলকাতার নিউ টাউনে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবাসন বা ফ্ল্যাট তৈরি করার প্রকল্পের ২৪ কোটি রুপির প্রতারণা করা হয়েছে। সেই অভিযোগের তদন্ত করছে ইডি। যদিও বিজেপি এ ঘটনার পর দাবি তুলেছে, অবিলম্বে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নুসরাতকে গ্রেপ্তার করা হোক। তার সংসদ সদস্য পদও বাতিল চেয়েছে বিজেপি।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে