মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নায়কের আত্মহত্যার হুমকি, পরিচালকের কোটি টাকার পুরস্কার 

যাযাদি ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৪, ১০:২৮
ছবি সংগৃহতি

ভীষণ ভেঙে পড়েছেন নায়ক আদর আজাদ। তিনি এর আগেও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু তেমন সফলতা পাননি। এবারও হয়ত তার ছবি অবস্থা একই হবে। তিনি সময়ের আলোচিত নায়িকা পূজা চেরির সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। অবশ্য এসব সিনেমার প্রযোজক তিনি নিজেই।

তবে বেশ নিয়মিতভাবেই পর্দায় এসেছেন আদর আজাদ-পূজা। এবার ঈদে তিনি ‘লিপস্টিক’ নিয়ে পর্দায় আসছেন। তার ধারণা, হলপ্রাপ্তির দিক দিয়ে ২ নম্বর অবস্থান হবে সিনেমাটির। তবে সেটা হয়নি। দুই সংখ্যার ঘরেও যেতে পারেনি ছবিটি। একটি মহল তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এমনকি তিনি অভিযোগ এনেছেন ‌‘দরদ’ ছবির গল্প মিলে যাওয়ায় এমনটা করা হয়েছে তার সঙ্গে। আর এতেই চটেছেন দরদের পরিচালক অনন্য মামুন। দিয়েছেন পাল্টা চ্যালেঞ্জও। জানিয়েছেন, কেউ নকল প্রমাণ করতে পারলে কোটি টাকা পুরস্কার দেবেন।

জানা যায়, এবারের ঈদে সর্বাধিক ১২৬ সিনেমা হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘রাজকুমার’ ছবিটি। এর পর প্রেক্ষাগৃহপ্রাপ্তির তালিকায় রয়েছে ‘ওমর’ ছবিটি, এটি ২১ প্রেক্ষাগৃহে মুক্তির বিষয় চূড়ান্ত করেছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। অন্যদিকে আদর আজাদ অভিনীত ও প্রযোজিত ‘লিপস্টিক’ ছবিটি মাত্র সাতটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলে জানালেন তিনি নিজে।

মায়ের জমানো টাকায় ছবি বানানো এই নায়ক প্রত্যাশিত প্রেক্ষাগৃহ না পেয়ে কাঁদলেন। আদর আজাদের দাবি, ‘তিন দিন আগেও তার ছবিটি প্রেক্ষাগৃহপ্রাপ্তির সংখ্যায় যেখানে থাকার কথা, তা হয়ে ওঠেনি। বিভিন্ন কারণে তা হয়নি। এমনকি সেন্সর বোর্ডসহ বিভিন্ন জায়গায় ছবিটি একটা পক্ষ আটকে দিতেও চেয়েছে।’

তার ভাষ্য, ‘আমি ঈদে আসব বলেছিও, তাই আসতে হবেও। কিন্তু এখন ১৩–১৪টি ছবি মুক্তি যখন পাচ্ছে, তখন সবাই পেশিশক্তি, টাকার গরম, রাজনৈতিকসহ সব ক্ষমতা দেখাচ্ছে। দিন শেষে আমি পরিবারের জন্য যা করছি, আমার পরিবার আমার জন্য যা কিছু করছে, সব উৎসর্গ করে ছবিটা করছি। আমি এখন হল না পেলে কই যাব! আমার সব টাকা, মায়ের জমানো টাকা এই ছবির পেছনে লগ্নি করা। আমার গাড়িও বিক্রি করে দিয়েছি!’

কান্নাজড়িত কণ্ঠে আদর আজাদ বললেন, ‘আমার গাড়ি বিক্রির টাকার চেয়েও মায়ের অনেক দিনের জমানো টাকায় এই লিপস্টিক ছবিটি। কিন্তু বিষয়টা তো সেটা নয়, আমি একটা সুস্থ প্রতিযোগিতা চেয়েছি। আমার ছবিটা ঈদে সুন্দরভাবে মুক্তি পায়, সেটার একটা পরিবেশ চাইছিলাম। শুধু আমার আশপাশে কোনো ক্ষমতাবান বড় ভাই নেই বলে কি পিছিয়ে গেলাম! আমি তো ভালো একটা ছবি বানিয়েছি। আমি কি দেখাতে পারব না ছবিটা? আমি এমনও ভাবতেছি, ঈদে ছবিটা যদি রিলিজ না করতে পারি, তাহলে তিন মাসের মধ্যে আমি আত্মহত্যা করব।’

অন্যদিকে এখন দরদের পরিচালক অনন্য মামুন রয়েছেন আরব আমিরাতে। সেখান থেকে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমার দরদ সিনেমা যদি কোনো অংশ নকল প্রমাণ করতে পারেন তাহলে এক কোটি টাকা পুরস্কার দেব। আমার গল্প কোনো আব্দুল্লাহ জহির বাবু লিখে নাই।’ পাশাপাশি না জেনে এমন অভিযোগ তোলায় আদরকেও ‘সাবধান হয়ে যেতে’ বলেন মামুন।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে