জার্মানির সাবেক রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্ন হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ৬৩ বছর বয়সী এই জার্মান প্রিন্স নামিবিয়ায় সফরকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন। দুঃখের বিষয় কয়েকদিনের মধ্যে প্রিন্সের প্রথম সন্তানের জন্ম হওয়ার কথা রয়েছে। খবর এনডিটিভির।
বুধবার (২ জুলাই) এই হৃদয়বিদারক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন তার স্ত্রী, প্রিন্সেস জোসেফা ভন হোহেনৎসোলার্ন।
তিনি লিখেছেন, 'প্রিয় লিওনবার্গবাসী, আমি গভীর শোক নিয়ে আজ লিখতে বসেছি। আমার প্রিয় স্বামী হ্যারাল্ড ভন হোহেনৎসোলার্ন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এই ক্ষতি আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে।'
বর্তমানে জোসেফা জার্মানির বাডেন-ভ্যুর্টেমবার্গ রাজ্যের লিওনবার্গ শহরের মেয়র হিসেবে পুনর্নির্বাচনের লড়াইয়ে রয়েছেন। তবে স্বামীর মৃত্যুতে তিনি নির্বাচনী প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন।
নিজের পোস্টে তিনি আরও বলেন, 'আমি শোক পালনের, বিদায় জানানোর এবং আমাদের অনাগত সন্তানের জন্য পাশে থাকার সময় চাই।'
প্রিন্সেস জোসেফা তার শোকবার্তার সঙ্গে স্বামীর সঙ্গে তোলা কিছু স্মৃতিময় ছবিও শেয়ার করেন। উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের আগে প্রিন্সেস উপাধি ছিল না জোসেফার; হ্যারাল্ডের সঙ্গে বিয়ের পর তিনি এই উপাধি লাভ করেন।