বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

টঙ্গীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
  ০২ জুলাই ২০২৫, ১৫:৫৩
টঙ্গীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
টঙ্গীতে সংবাদ সম্মেলনে উপস্থিত গাসিক ওয়ার্ড ছাত্রদলের সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ ও তার বাবা সাত্তার খান, মাতা শিল্পী আক্তার: ছবি যায়যায়দিন 

টঙ্গীতে জাতীয়তাবাদী ছাত্রদল নেতা মিরাজুল ইসলাম খান মিরাজের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ও রাজনৈতিক ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে টঙ্গীর শরীফ মার্কেট এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গাসিক ৫১ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম খান মিরাজ বলেন, ‘একটি কুচক্রি মহল দীর্ঘদিন ধরে আমার বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমার বাবা কনস্ট্রাকশনের ব্যবসা করেন।

বাবা অসুস্থ থাকায় আমি আমার বাবার ব্যবসা দেখাশোনা করছি। আমাদের পাশ্বের বাড়ির বজলুর রহমান আঙ্কেলের বাড়ি করার সময় আমার বাবা নির্মাণসামগ্রী দিয়েছিলেন।

এখনো কিছু টাকা বকেয়া আছে। তার সঙ্গে কথা বলে জানতে পারি কাকার বাড়ির তিন তলার কাজ করবেন। সেই জন্য আমি কাকাকে বলি কাজটা আমাকে দেওয়ার জন্য।

তিনি বলেন তার নিজের লোক আছে সে কাজ করবেন। তার পর আমি তাকে অনুরোধ করি কাজ দেওয়া জন্য। তিনি বলেন কাজ শুরুর সময় জানাবেন।

কিন্তু হঠাৎ করে গতকাল (৩০ জুন) বজলুর রহমান কাকা আমাকে ডেকে পাঠান। আমি তার বাড়ির সামনে আসলে ছাত্রলীগের দুই নেতা ও তার লোকজনের সামনে আবারও আমাকে কাজ দেওয়া যাবে না বলে নিষেধ। নিষেধের পর আমি স্বাভাবিকভাবে চলে আসার সময় আমার দল (বিএনপি) ও আমাকে নিয়ে বাজে মন্তব্য করে তারা।

আমি তাদের বাজে মন্তব্যের ন্যায় সঙ্গত প্রতিবাদ করিলে তারা আমাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয়। পড়ে গিয়ে আমি মাথায় এবং হাতে পায়ে আঘাত পাই। বিষয়টি আমার পরিবারের লোকজন জানতে পেরে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয় এবং তারা বাসার নিচে থেকে চলে আসেন।

কিন্তু পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানতে পারি তাদের বাড়িতে ভাঙচুর ও হামলা হয়েছে। এই হামলা ও ভাঙচুরের ঘটনায় আমি জড়িত ছিলাম না। তখন আমি বাসায় ছিলাম।’

তিনি আরও বলেন, পরিকল্পনা মাফিক তারা এই ঘটনাকে কেন্দ্র করে তারা আমার ও আমার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে