শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষ, ১০ নাম্বারে শাহরুখ

যাযাদি ডেস্ক
  ২০ অক্টোবর ২০২৪, ১২:৫১
অ্যারন টেলর-জনসন

প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য পরিমাপ পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অব বিউটি ফাই স্ট্যান্ডার্ডস’ নামে পরিচিত। মূলত ‘গোল্ডেন রেশিও’ হচ্ছে একটি প্রাচীন গ্রিক পদ্ধতি। গ্রিক পণ্ডিতরা সৌন্দর্যের সংজ্ঞায় গাণিতিক ফর্মুলা ব্যবহার করে মুখের বিভিন্ন অংশের অনুপাত নির্ধারণ করেছেন। সেই হিসাবেই পৃথিবীর সেরা ১০ সুদর্শন পুরুষের তালিকা করা হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের নামিদামি তারকা স্থান পেয়েছেন সেখানে। এমনকি একমাত্র ভারতীয় হিসেবে সে তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ খান। বর্তমানে বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকার শীর্ষে রয়েছে হলিউড তারকা অ্যারন টেলর-জনসনের নাম।

সম্প্রতি হার্লে স্টিট ফেসিয়াল কসমেটিক সার্জেন্ট ডক্টর জুলিয়ান সি সিলভা এই তালিকা প্রকাশ করেছেন। কম্পিউটারাইজ ম্যাপিং কৌশল ব্যবহার করে তিনি এই তালিকা তৈরি করেছেন। ডক্টর ডি সিলভা যে তালিকাটি প্রকাশ করেছেন সেই তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন-

অ্যারন টেলর-জনসন – ৯৩.০৪%

লুসিয়েন ল্যাভিসকাউন্ট – ৯২.৪১%

পল মেসকাল – ৯২.৩৮%

রবার্ট প্যাটিসন – ৯২.১৫%

জ্যাক লোডেন – ৯০.৩৩%

জর্জ ক্লুনি – ৮৯.৯%

নিকোলাস হোল্ট – ৮৯.৮৪%

চার্লস মেল্টন – ৮৮.৪৬%

ইদ্রিস এলবা – ৮৭.৯৪%

শাহরুখ খান – ৮৬.৭৬%

শাহরুখ ভক্তরা বিশ্বের শীর্ষ ১০ সুদর্শন পুরুষের তালিকায় প্রিয় নায়ককে দেখে খুশি। তবে তাকে দশক স্থানে দেখে অনেকেই অভিযোগ তুলেধেন। কেউবা এই নায়কের নায়কের প্রশংসা করেছেন। বলিউড বাদশাহ শাহরুখ খান ৫৮ বছর বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন। সিনেমা নিয়েই ব্যস্ত তিনি। এখনো নায়ক হিসেবেই দেখা যায় এই অভিনেতাকে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে