গত ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বলিউড সিনেমা ‘কেশরী চ্যাপ্টার টু’।
এক হত্যাকান্ডের অজানা গল্প তুলে ধরা এই ছবিটি মুক্তির সঙ্গেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। সেই সাথে ঝড় তুলছে বক্স অফিসেও।
স্যাকনিল্ক এর বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, ছবিটি মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৮ কোটি রুপিরও বেশি আয় করেছে।
প্রাথমিক অনুমান অনুযায়ী ছবিটি এখনও পর্যন্ত ২দিনে ৮.৮৯ কোটি আয় করেছে। এর আগে শুক্রবার ছবিটির মুক্তির দিনে আয় ছিল ৭.৭৫ কোটি।
অর্থাৎ ছবিটি তার উদ্বোধনী দিনের আয়কে অল্প ব্যবধানে হলেও ছাড়িয়ে গেছে। শুধু ভারতের বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত মোট আয় করেছে ১৬.৬৪ কোটি।
জানা গেছে, ‘কেশরী চ্যাপ্টার টু’ দেখতে শনিবার মোট ২০.৪৭% হিন্দি ভাষার দর্শক উপস্থিতি ছিলেন।
এই ছবির সকালের শো-দেখতে দর্শক উপস্থিতি ছিল ১১.৬৮%। সপ্তাহান্তের কারণে দুপুর ও সন্ধ্যার শো-এ এই শতাংশের হার বেড়ে দাঁড়ায় যথাক্রমে ২২.৯১% এবং ২৬.৮৩%।
অন্যদিকে স্যাকনিল্ক-এর প্রতিবেদন অনুযায়ী এই মুহূর্তে সানি দেওলের ‘জাট’-এর গত ১০ দিনে বক্স অফিস কালেকশন ৬৯.৪০ কোটি রুপি।
মুক্তির পর দশম দিনে এই ‘জাট’ প্রাথমিক অনুমান অনুসারে আয় করেছে ৩.৭৫ কোটি রুপি। অন্যদিকে মুক্তির পর ২০ দিন পর্যন্ত সালমান খানের ‘সিকান্দার’ মোট আয় করেছে ১০৯.৯৫ কোটি রুপি।
যাযাদি/আর