শনিবার, ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

প্রথমবার সিনেমায় জুটি বাঁধছেন ইমন-দীঘি

বিনোদন রিপোর্ট
  ২০ এপ্রিল ২০২৫, ১৩:৩৩
প্রথমবার সিনেমায় জুটি বাঁধছেন ইমন-দীঘি
ইমন-দীঘি

বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাচের মঞ্চে মামনুন ইমন ও প্রার্থনা ফারদিন দীঘি জুটি হয়েছিলেন আগে।

এবার এই জুটিকে প্রথমবারের মতো দেখা যাবে বড় পর্দায়। সরকারি অনুদানের ‘দেনাপাওনা’ সিনেমায় অভিনয় করবেন তারা।

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করছেন সাদেক সিদ্দিকী। বছরের শুরুতে জানা গিয়েছিল, এতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন দীঘি।

এবার সিনেমাটির সঙ্গে যুক্ত হলেন ইমন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা। জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে ক্যামেরার সামনে দাঁড়াবেন তারা।

মামনুন ইমন বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের দেনাপাওনা গল্পটি বেশির ভাগ মানুষের জানা এবং পছন্দের। ভালোভাবে ফুটিয়ে তুলতে পারলে বড় পর্দাতেও দর্শক উপভোগ করবেন।

সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব ভালো কিছু করার।’ দেনাপাওনা সিনেমায় ইমন অভিনয় করবেন জমিদারের ছেলের চরিত্রে।

যে কলকাতায় ম্যাজিস্ট্রেটের চাকরি করে। গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। কিন্তু অসচ্ছল পিতা বিয়ের পণ দিতে না পারায় লজ্জায় আত্মহত্যা করে নিরুপমা।

নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘আমাদের দেশে সাহিত্যনির্ভর চলচ্চিত্রের দর্শক আছে। কিন্তু সে তুলনায় সাহিত্যনির্ভর চলচ্চিত্র এখানে কম তৈরি হয়। আশা করি দর্শকদের ভালো একটি সিনেমা উপহার দিতে পারব।’

দেনাপাওনার চিত্ররূপ দিয়েছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘি ছাড়াও এতে অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বির প্রমুখ।

গত বছরের শেষের দিকে সরকারি অনুদানের ‘ময়নার চর’ সিনেমার শুটিং সমাপ্ত করেছেন মামনুন ইমন। তার বিপরীতে আছেন সুষ্মি রহমান।

চর এলাকার মানুষের জীবনের নানা রকম টানাপোড়েন নিয়ে সিনেমাটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান বাবু। এদিকে রোজার ঈদে মুক্তি পেয়েছে দীঘি অভিনীত ‘জংলি’।

এম রাহিম পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিন থেকেই রয়েছে আলোচনায়। তৃতীয় সপ্তাহেও নিজের অবস্থান ধরে রেখেছে জংলি। চরিত্রের ব্যাপ্তি কম হলেও এ সিনেমায় প্রশংসিত হয়েছে দীঘির অভিনয়।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে