রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এবার আল্লুর নায়িকা অনন্যা পান্ডে

বিনোদন ডেস্ক
  ০৪ মে ২০২৫, ১৩:৪৮
এবার আল্লুর নায়িকা অনন্যা পান্ডে
অনন্যা পান্ডে

বাবার পথ ধরে রুপালি জগতে নাম লিখিয়েছেন বলিউড তারকা চাঙ্কি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে।

২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ দিয়ে অভিষেক হয় অনন্যার। এরপর তাকে ‘পতি-পত্নী অউর অউ’, ‘খালি পিলি’, ‘লাইগার’ ইত্যাদি ছবিতে দেখা গেছে।

তবে, কোনোটাই আহামরি সাফল্য পায়নি। অনন্যার ভাগ্য চাকা ঘুরতে শুরু করে আয়ুষ্মান খুরানার সঙ্গে তার ‘ড্রিম গার্ল-২’ ছবিটির মাধ্যমে। ছবিটি প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করলেও অভিনেত্রী হিসেবে বেশ প্রশংসা কুড়ান অনন্যা। ফলে, নিজের পায়ের তলায় মাটি খুঁজে পান এই স্টার কিড।

আর তখন তার চিন্তাধারায়ও অনেক পরিবর্তন এসেছে বলে জানালেন অন্যন্যা। তার মতে, আগে মানুষের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। কিন্তু এখন তিনি ভালো কাজেই মন দিচ্ছেন। কাজ করেছেন বেশ কয়েকটি আলোচিত সিনেমায়। তার মধ্যে ‘কেশরী চ্যাপ্টার-২’ অন্যতম।

সম্প্রতি মুক্তি পাওয়া এই সিনেমাটি দারুণ ব্যবসা করছে। ছবিতে মূল চরিত্রে অক্ষয় কুমার অভিনয় করলেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অনন্যা।

সেই ধারাবাহিকতায় এবার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি জুটির আগামী মেগা প্রজেক্টের সিনেমায় চ‚ড়ান্ত হলেন অনন্যা পান্ডে। ‘এএ২২/এ৬’ নামের প্রজেক্টটি তৈরি হতে চলেছে ৬০০ কোটি টাকারও বেশি বাজেটে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ছবির প্রি-প্রোডাকশন পর্ব। জানা গেছে, এই ছবিতে তিনজন অভিনেত্রী থাকছেন এবং সেই তিন নায়িকার অন্যতম অনন্যা পান্ডে।

ছবিতে তার অভিনীত চরিত্রটি নাকি যথেষ্ট গুরুত্বপূর্ণ। ‘কেশরী চ্যাপ্টার-২’ ছবিতে তার অভিনয় প্রশংসিত হওয়ার পর এই প্রজেক্ট নিঃসন্দেহে হতে চলেছে অনন্যার ক্যারিয়ারের সবচেয়ে বড় সুযোগ। ছবির বাকি দুই নায়িকা হিসেবে ইতোমধ্যেই ম্রæণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুর-এর নাম ঘোষণা হয়েছে।

এর আগে, শোনা গিয়েছিল, দীপিকা পাড়ুকোনকেও নাকি ছবির নায়িকার ভ‚মিকায় প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সদ্য জানা গিয়েছে, সেই খবর ভিত্তিহীন। যদিও এই তিন অভিনেত্রী কোন ধরনের চরিত্রে অভিনয় করছেন, তা এখনো প্রকাশ করা হয়নি- তবে জানা গিয়েছে, প্রত্যেকটি চরিত্র বিশেষ ও আলাদা। অ্যাটলির ‘জওয়ান’-এও একাধিক অভিনেত্রীকে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছিল।

সম্প্রতি, আল্লু অর্জুন মুম্বাইয়ে উপস্থিত ছিলেন এই ছবির লুক টেস্ট ও কনসেপ্ট আর্ট ফটোশুটের জন্য। মুম্বাইয়ের বান্দ্রার মেহবুব স্টুডিওতে অভিনেতার একাধিক লুকের জন্য শুটিং হয়েছে।

যাযাদি/আর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে