আসছে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘কিং’।
এ সিনেমায় দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আর্শাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও অভয় বর্মার পর এবার এই তারকাবহুল ছবিতে যুক্ত হলেন বলিউডের অন্যতম শক্তিশালী অভিনেত্রী রানি মুখার্জি।
একটি গণমাধ্যমের বরাতে জানা যায়, ‘কিং’ ছবিতে রানি মুখার্জির অংশটুকু এক্সটেন্ডেড ক্যামিও হলেও তা ভীষণ গুরুত্বপূর্ণ।
রানি মুখার্জি ও শাহরুখ খান দীর্ঘদিন পর পর্দায় একসঙ্গে ফিরছেন। রানিকে দেখা যাবে সুহানা খানের মায়ের চরিত্রে, যার গল্পটাই গোটা অ্যাকশন থ্রিলারের আবেগঘন চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
রানির ছবিতে যুক্ত হওয়া একেবারে সহজ সিদ্ধান্ত ছিল। নির্মাতারা জানান, ‘শাহরুখ ও সিদ্ধার্থ আনন্দ যখন রানিকে এই চরিত্রের প্রস্তাব দেন, তখন তিনি গল্প শুনেই সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান।’
‘রানির ট্র্যাকটা এই ছবির ‘হার্টবিট’ হয়ে উঠবে, যেটা কেবল অ্যাকশন নয়, আবেগও যোগ করবে’, বলেন একটি ঘনিষ্ঠ সূত্র।
রানি ও শাহরুখের দীর্ঘ চলচ্চিত্রিক সম্পর্কের খতিয়ান বেশ দীর্ঘ - ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কভি খুশি কভি গম’, ‘চলতে চলতে’, ‘পহেলি’, ‘কভি আলবিদা না কেহনা’র মতো ছবিতে তারা জুটি বেঁধে মুগ্ধ করেছেন দর্শকদের।
আবার একে অপরের ছবিতে ক্যামিওতেও ধরা দিয়েছেন একাধিকবার। সেই তালিকায় রয়েছে ‘কাল হো না হো’, ‘রব নে বনা দি জোড়ি’, ‘ওম শান্তি ওম’, ‘জিরো’, ‘সাথিয়া’ ও ‘হার দিল যো পেয়ার করেগা’র মতো ছবি।