সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী পরিবারের মাঝে বকনা ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৩৩ টি পরিবারের মাঝে ৩৩ টি ক্রস ব্রীড বকনা ও গো-খাদ্য বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র দপ্তরের উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মীর কাওছার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: আব্দুস সবুর, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ মুর্শিদা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার সৃতিন্নাহার বিথী, ভেটেরিনারি সার্জন ডাঃ এ জেড এম খালেদ জুলফিকার, ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা রনজিত বর্মন প্রমুখ।
এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মীর কাউসার হোসেন তার বক্তব্য বলেন, সারিয়াকান্দি উপজেলা প্রাণী প্রাণিসম্পদ দপ্তর সকল প্রকার প্রাণীর চিকিৎসা দিতে সর্বদা প্রস্তুুত রয়েছে। খামারী থেকে একজন প্রান্তিক কৃষক যে কোন সময় তার প্রাানী অসুস্থ হলে আমরা চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করে থাকি বিনামূল্যে।