শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

দাগনভূঁঞা উপজেলা বিএনপির নেতা নিজাম উদ্দিনের মৃত্যুতে শোক

জাহাঙ্গীর আলম, বিশেষ প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ২১:১৯
দাগনভূঁঞা উপজেলা বিএনপির নেতা নিজাম উদ্দিনের মৃত্যুতে শোক
ছবি : যায়যায়দিন

দাগনভূঁঞা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফেনী জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব নিজাম উদ্দিন (নিলু) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৩ জুলাই বৃহস্পতিবার ভোরে তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে দাগনভূঁঞা উপজেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আকবর হোসেন ও সদস্য সচিব কামরুল উদ্দিন এক শোকবার্তায় বলেন, “নিজাম উদ্দিন ছিলেন দলের দুঃসময়ের একজন সাহসী যোদ্ধা ও সৎ সংগঠক। তাঁর মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।”

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে