সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০ আশ্বিন ১৪৩০
walton

সৌদি আরবে ভূমিকম্প অনুভূত

যাযাদি ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯

সৌদি আরবের আল-বাহা প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূতাত্ত্বিক জরিপ কর্তৃপক্ষ (জিএসএ) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬২। খবর সৌদি গেজেটের।

জিএসএ জানিয়েছে, জিওলজিক্যাল হ্যাজার্ড সেন্টারের জাতীয় নেটওয়ার্ক স্টেশনগুলো স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রিখটার স্কেলে ৩ দশমিক ৬২ মাত্রার একটি ভূমিকম্প পর্যবেক্ষণ করেছে।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানিয়েছে, জিএসএ-এর মুখপাত্র তারিক আবা আল-খাইল বলেছেন, একটি বিশেষ দল এরই মধ্যে যে এলাকায় ভূমিকম্প হয়েছিল সেখানে ক্ষয়ক্ষতি নিরূপণ করতে গিয়েছে।

তারিক জানান, এই ভূমিকম্পের কারণ কী হতে পারে তা খুঁজে বের করার জন্য দলটি ওই এলাকাটিও পরীক্ষা করে দেখবে। তবে তিনি আরও উল্লেখ করেছেন, ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সর্বত্র একটি প্রাকৃতিক বিষয় হিসেবে ঘটে থাকে।

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে