শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
৪০ বছরে সাগর শুকিয়ে মরুভূমি

সাগর শুকিয়ে মরুভূমি, কিন্তু কেনো ?

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৪, ২০:০৭
ছবি-সংগৃহিত

ছবিগুলো মধ্য এশিয়ার কাজাকিস্তানের। এক সময় এখানে বিশাল সাগর ছিলো, নাম আরাল সাগর। যার আয়তন ছিলো ৬০ হাজার বর্গ কিলোমিটার। আর এখন সেটা বিস্তৃত মরুভূমি।

আরাল সাগর একটি হ্রদের নাম যা আরবদের নিকট তার বিশালতার কারণে সাগর হিসেবে পরিচিত ছিল। ১৯৬০ সালের দিকে এটা পৃথিবীর ৪র্থ বৃহত্তম হ্রদ ছিল। আরাল সাগরের বয়স প্রায় ৫.৫ মিলিয়ন বছর।

উত্তর থেকে সির দরিয়া ও দক্ষিণ থেকে আমু দরিয়া নদী থেকে পানি এসে মিশতো আরালের বুকে। লেকটি ধীরে ধীরে শুকাতে শুরু করে।

২০১৪ সালের নাসার প্রকাশিত উপগ্রহ চিত্রে দেখা যায় হ্রদটির পূর্বাঞ্চলীয় বেসিনের পুরোটাই শুকিয়ে গেছে। অঞ্চলটি এখন আরালকুম মরুভূমি নামে পরিচিত।

আমরা যারা নিজের অবস্থান, অর্থ কিংবা সামাজিক বা রাষ্ট্রীয় প্রভাব নিয়ে প্রচন্ড আত্মবিশ্বাসী এবং সেটাকে অহংকারের পর্যায়ে নিয়ে যাই তাদের জন্য এই ছবিগুলো প্রতীকী।

সময় যখন বদলায় সাগরও শুকিয়ে বিলীন হয়। সমাজ ব্যবস্থার সাথে এমন কিছু প্রাণি আছে যারা দেখতে স্মার্ট, সুন্দর ও ভদ্র কিন্তু অন্যের ক্ষতি করার চেষ্টায় মেতে উঠে। তাদেরও মনে রাখা প্রয়োজন যে, তাদেরও সময় ফুরিয়ে আসবে এক সময়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে