শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া

বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন

মো. শরিফুল আলম
  ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
নব বর্ষে পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়ার বন্ধুরা

নববর্ষ দিনে আজ চিত্তে বাঁজে গভীর সংগীত/নূতন উঠিছে স্ফুরি দিশে দিশে জাগিছে সুন্দর। নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন জীবন ও কল্যাণের প্রতীক হলো নববর্ষ। অতীতের ভুলত্রম্নটি ও ব্যর্থতার গস্নানি ভুলে নতুন করে সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় কুষ্টিয়ার ব্যতিক্রমী বিদ্যাপীঠ পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজের যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩১-কে বরণ করেন। আমাদের কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নববর্ষকে কেন্দ্র করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে গড়া অনন্য সংগঠন যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা বাহারি সাজে সজ্জিত হয়ে সমবেত হতে থাকে নতুন ভোরে সূর্ষ উদয়ের সঙ্গে সঙ্গেই। বন্ধুদের প্রাণবন্ত উপস্থিতি ও নানা রঙের বাহারি সাজ কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনে অতি পরিচিত প্রিয় ক্যাম্পাসটিকে মুখর করে তোলে। বিদ্যাপীঠের নয়নাভিরাম সবুজ আঙিনায় স্থাপিত মুক্তমঞ্চে ফোরামের বন্ধুদের পরিবেশনায় বৈশাখী ফ্যাশন শো, সংগীত, নৃত্য উপস্থিত দর্শকের অনাবিল আনন্দ দেয়। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নাজমুল আরেফিন অনাড়ম্বরপূর্ণ এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে ফোরামের বন্ধুদের অনুপ্রাণিত করেন। ফোরামের বন্ধু নুসরাত ফারহা পর্ণা, পূজা চাকী, মিত্রা সাহা, সাকিব, ত্রিতনু বিশ্বাস সংগীত পরিবেশন করেন। নৃত্য প্রদর্শন করেন সুমাইয়া ফেরদৌস, রাহাত ইসলাম ও সেজুতি চক্রবর্তী। বন্ধুদের পরিবেশিত বিভিন্ন আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ফোরামের যুগ্ম সম্পাদক মো. শরিফুল আলম ও সাংস্কৃতিক সম্পাদক সামসুন্নাহার কাকলি। উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মালিহা আফরোজ পপি। আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আ. কা. ম ফজলুল ওয়াহিদ লিংকন, সহকারী অধ্যাপক আব্বাস আলী, প্রভাষক লুতফুন্নাহার লিন্ডা, প্রদর্শক আফরোজা খাতুন, সহকারী অধ্যাপক শামছুন্নাহার বেগম, সহকারী অধ্যাপক উম্মে রেহেনা প্রমুখ।

যুগ্ম সাধারণ সম্পাদক

ফ্রেন্ডস ফোরাম পুলিশ লাইন্‌স স্কুল অ্যান্ড কলেজ, কুষ্টিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে