রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি নাবালিকার ওপর অত্যাচারের অভিযোগে পশ্চিমবঙ্গে পকসো আইনে মামলা

আইন ও বিচার ডেস্ক
  ২২ আগস্ট ২০২৩, ০০:০০

বাংলাদেশি নাবালিকাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হলো চারজনকে। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে ওই নাবালিকা দালালের মাধ্যমে চোরাপথে ভারতে প্রবেশ করেছিলেন। তিনি পরিচারিকার কাজের চেষ্টা করছিলেন।

বাগদা থানার বাণেশ্বরপুর বাজার থেকে তাকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলেন এক যুবক। অভিযোগ, ওই যুবক তাকে বাগদার হেলেঞ্চা এলাকার মনটোপলা গ্রামে একটি পোলট্রির ফার্মে নিয়ে যান। এরপর তাকে চার যুবক গণধর্ষণ করেন বলে অভিযোগ। পরবর্তী কালে ওই নাবালিকাই সেখান থেকে পালিয়ে গিয়ে পাশের গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেয়। গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে বাগদা থানার পুলিশকে খবর দেন। বাগদা থানার পুলিশ ওই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠিয়েছে।

পুলিশ নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের সম্পর্কে জানতে পারে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করলে তদন্ত শুরু হয়েছে। এরপর চার যুবককে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে