সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১

বান্দরবানে দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৪:৪০
ছবি-সংগৃহিত

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে কুকি চিন ন্যাশনাল আর্মি কেএনএ'র দুই সশস্ত্র সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর।

আজ রোববার সকালে রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকা বাকলাই পাড়ায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এদিকে বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, তিনটি অস্ত্র ও গোরাবারুদসহ ইউনিফর্ম পরিহিত দুটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা, থানচি ও রোয়াংছড়িতে কেএনএফ সন্ত্রাসীদের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এপর্যন্ত যৌথ অভিযানে কেএনএফ এর ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে