শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি
  ২৮ এপ্রিল ২০২৪, ১৪:৪৯
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়েছে।

রোববার সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে দিবসের উদ্বোধন উপলক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো: এহ্সানুল হক, জেলা প্রশাসক মো: শফিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা লিগ্যাল এইড কমিটি। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আবার আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পাশাপাশি আদালত প্রাঙ্গণে জেলা লিগ্যাল এইড মেলা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হচ্ছে, মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৭টি স্টল স্থান পেয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে