শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্কুল শিক্ষকদের সুরক্ষায় যে কারণে নতুন আইন করতে বাধ্য হয়েছে দক্ষিণ কোরিয়া

আইন ও বিচার ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

দক্ষিণ কোরিয়ায় অভিভাবকদের উৎপীড়ন থেকে স্কুল শিক্ষকদের সুরক্ষায় নতুন আইন পাস হয়েছে। দেশজুড়ে শিক্ষকদের ৯ সপ্তাহ ধরে বিক্ষোভের পর নতুন আইনটি হলো।

অভিভাবকদের কাছ থেকে লাগাতার অন্যায় অভিযোগের কারণে দক্ষিণ কোরিয়ার একটি প্রাথমিক স্কুলের ২৩ বছর বয়সি এক শিক্ষক গত জুলাইয়ে আত্মহত্যা করার পর স্কুল শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। কর্মক্ষেত্রে আরও বেশি সুরক্ষা পাওয়ার দাবিতে ধর্মঘটে নামে হাজারো শিক্ষক।

ক্ষুব্ধ শিক্ষকরা বলে আসছিলেন, তারা ঘন ঘনই উচ্ছৃঙ্খল অভিভাবকদের হয়রানির শিকার হন। এই অভিভাবকরা অনেক সময় খুব রূঢ়ভাবে তাদের সন্তান নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেন। এমন অভিযোগের কারণে শিক্ষকদের অনেকের চাকরিও চলে যায়।

২০১৪ সালে পাস হওয়া শিশু কল্যাণ আইনও অভিভাবকরা অপব্যবহার করছেন বলে অভিযোগ করছেন শিক্ষকরা। ওই আইনানুযায়ী, শিশুকে নিপীড়নের অভিযোগ থাকা কোনো শিক্ষক আপনা থেকেই বরখাস্ত

হয়ে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে