মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় নিষিদ্ধ ৫ শিক্ষানবিশ

আইন ও বিচার ডেস্ক
  ০২ এপ্রিল ২০২৪, ০০:০০
বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় নিষিদ্ধ ৫ শিক্ষানবিশ

বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় পাঁচ জনকে ৫ বছরের জন্য পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন বার কাউন্সিল কর্তৃপক্ষ। বাংলাদেশ বার কাউন্সিলের সচিব আব্দুর রহমান সরদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৩ ডিসেম্বর বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় পরীক্ষার উত্তরপত্রে নিজ ফোন নম্বর দেওয়া, অর্থের বিনিময়ে পাস করিয়ে দেওয়ার জন্য পরীক্ষকের কাছে প্রস্তাব, পরীক্ষা-কেন্দ্রে দায়িত্বরত নারী ইনভিজিলেটর সম্পর্কে উত্তরপত্রে অনভিপ্রেত/অশালীন কথাবার্তা লেখার ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

পাঁচ পরীক্ষার্থী হলেন- আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের শিক্ষার্থী মো. লুৎফর রহমান, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের শিক্ষার্থী মোছা. মাকসুদা পারভীন, মেট্রোপলিটন আইডিয়াল ল' কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন আহমেদ, বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান ও ঝিনাইদহের জিয়াউর রহমান ল' কলেজের মো. আনিসুর রহমান।

এর মধ্যে অভিযুক্ত লুৎফর রহমান উত্তরপত্রের ৯, ১০, ১৩ ও ১৪ নম্বর পৃষ্ঠায় অপ্রাসঙ্গিক ও অসংলগ্ন কথাবার্তা লেখেন। উত্তরপত্রের ১৪ নম্বর পৃষ্ঠায় পরীক্ষা কক্ষে দায়িত্বরত নারী ইনভিজিলেটর সম্পর্কে অনভিপ্রেত ও অশালীন মন্তব্য লেখেন।

মাকসুদা পারভীন উত্তরপত্রের ৬ নম্বর পৃষ্ঠায় নিজ মোবাইল নম্বর লিখে নিরীক্ষণকারী পরীক্ষকের প্রতি অনৈতিক প্রস্তাব দেন। নিজাম উদ্দিন তার উত্তরপত্রের ১০ নম্বর পৃষ্ঠায় নিজ মোবাইল নম্বর লিখে অসংলগ্ন ও অনভিপ্রেত কথাবার্তা লিখেছেন। মো. আনিছুর রহমান তার উত্তরপত্রের ২৯ নম্বর পৃষ্ঠায় মোবাইল নম্বর দিয়েছেন।

আর বরিশাল ল' কলেজের মো. মনিরুজ্জামান লিখিত পরীক্ষার উত্তরপত্রের ২১নং পৃষ্ঠায় নিজ মোবাইল ফোন নম্বর উলেস্নখ করে দিয়ে অনভিপ্রেত এবং অনৈতিক কথাবার্তা লিখেছেন। উত্তরপত্র নিরীক্ষণকারী পরীক্ষককে ৫,০০,০০০/- (পাঁচ লাখ) টাকা দেওয়ার প্রস্তাব করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনের শিক্ষার্থী এবং আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার একজন শিক্ষানবিশ প্রার্থীর তরফ থেকে বার কাউন্সিল লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের দায়িত্বপ্রাপ্ত বিচারকের কাছে এই ধরনের অনৈতিক প্রস্তাব রাখা গোটা আইন অঙ্গনকে কলুষিত করার শামিল।

সেই সঙ্গে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বার কাউন্সিলের জন্যও এই ধরনের ঘটনা ভীষণ রকম অবমাননাকর। এই ধরনের কর্মকান্ডের মাধ্যমে বার কাউন্সিলের ভাবমূর্তি বিনষ্ট করার দায়ে বার কাউন্সিল এনরোলমেন্ট কমিটি পাঁচজনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে