সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আপিল বিভাগের দুটি বেঞ্চে শুরু হয়েছে বিচারকাজ

আইন ও বিচার ডেস্ক
  ০৭ মে ২০২৪, ০০:০০
আপিল বিভাগের দুটি বেঞ্চে শুরু হয়েছে বিচারকাজ

৫ মে থেকে আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ শুরু হয়েছে। আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি নিজে রয়েছেন। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আশফাকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন ও কাশেফা হোসেন।

দুই নম্বর বেঞ্চের নেতৃত্ব রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, মুহাম্মদ আব্দুল হাফিজ ও মো. শাহিনুর ইসলাম।

এর আগে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ৪ মে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চের কার্যতালিকা প্রকাশ করা হয়।

উলেস্নখ্য, বিচারপতি সংকটের কারণে দীর্ঘদিন ধরে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেয় রাষ্ট্রপতি। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে