শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিষ্ঠুরতার এমন নজির

আবু সাইদ কামাল
  ১০ নভেম্বর ২০২৩, ০০:০০

ভয়াল বোমার বিস্ফোরণে

শিশুরা হয় শতছিন্ন

কোনটা যে কার মাংসের টুকরো

কোনো চিহ্ন থাকে না আর।

এক মুহূর্তেই নিষ্পাপ শিশুর

প্রাণ হয়ে যায় অচিন পাখি

নিষ্ঠুরতার এমন নজির মানববিশ্ব আর দেখেনি।

\হনিরাপরাধ মানব দেহ

রূপান্তর হয় মাংসপিন্ডে,

তবু কেন নিষ্ক্রিয় এই বিশ্ববিবেক!

পাষাণ হৃদয় শক্তিধর ক'য় বিশ্ব মোড়ল

অন্ধভাবে দেয় সমর্থন

রক্তক্ষয়ী গাজা যুদ্ধে হাজার হাজার

নিরীহ প্রাণ যাচ্ছে ঝরে!

মুক পৃথিবী এসব দৃশ্য দেখবে কত!

প্রশ্রয় পেয়ে যুদ্ধোন্মত্ত ইসরাইল যায়

বর্বরতার শীর্ষে উঠে

সাধ মিটেনি তিনটি হাজার শিশু খুনেও

তারপরও সে আছে মেতে গণহত্যায়

সেই ক্ষোভে আজ মানববিশ্ব উঠছে তেতে।

ক্রুদ্ধ হচ্ছে প্রতিবাদী মানুষ ক্রমে

যুদ্ধ হবে- মহাযুদ্ধ

শক্তিমানরা অন্ধ ঘোড়া হলো যখন

মজলুমেরাও পিছিয়ে নেই

মরবে না হয় মারবে ওরা।

মানুষ যখন বোধকে হারায় শ্রেষ্ঠ ভাবার অহংকারে

মানবতা উধাও হবেই শক্তির তাড়ায়,

নির্বোধ যখন শক্তিমান হয়

জয় তো হবেই অকল্যাণের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে