শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সময়

অনিল সেন
  ১৭ নভেম্বর ২০২৩, ০০:০০

প্রতিনিয়ত সময়ের গায়ে-গা ঘসে ঘসে

নিজেকে পরিবর্তন করি

আমার গায়ে যে বস্ত্র সব জীর্ণ হয়ে পড়ে আছে

একদিন শরীর ছুঁয়ে থাকা সময় ত্যাগ করে

চলে যাবে কোনো এক অবিকারী অশোকবনে!

সময় একা চলে না, বিদায় নিলেও সাক্ষ্য দিতে হয়

কি করেছি আর কি ভেবেছি,

নিরালায় বসে থেকে অথবা কাজের ঘোরে, সময়

চলে গেরেও ঢের বেঁচে থাকে আয়ু!

কত সভ্যতা গর্তে হারিয়ে গেল! কত কত রক্ত

শুকিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল কঙ্কাল

তবুও মৃতু্যর শব্দ কানে বাজে সারাদিনমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে