বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

নির্ভরতার সুখ

বিমল ভৌমিক
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
নির্ভরতার সুখ

জীবন এখন প্রস্তুতির পথে! পথে ঝরছে শিশির

কুয়াশার ঢাকা অরণ্যের ছায়া। যেখানে আমি সে ও কথা

হারিয়ে গিয়েছিলাম। পথে খুঁজে পাইনি। তবুও সূর্য

আবছায়া অন্ধকারে পথের ঠিকানা দিয়েছিল-দিয়েছিল

দিশা, দিশাহীন নাবিকের, বেঁচে থাকার আশ্বাসে। তুমি

ভয়ার্ত হৃদয়ের ভাঁজে আমার বুকে তুলেছিল কম্পন।

যেখানে লুকিয়েছিলে মুখ, সুখের আতিশয্যে হারিয়েছিল

ভয়। নির্ভরতার চুম্বনে ভরিয়েছিলে অরণ্য মাঠ, ক্ষেত

ফসলের-শেষ বিকেলের অস্ত রাঙা ছায়াদের স্মৃতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে