বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

কবি প্রত্যায়িত

খান চমন-ই-এলাহি
  ১৯ এপ্রিল ২০২৪, ০০:০০
কবি প্রত্যায়িত

গাধার লেজ নিয়ে কবির কোন প্রশ্ন নেই

কবি নির্বিকার থাকে না দূষণে যেমন-

শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ

কিংবা সমাজ ও সংস্কৃতির দূষণে।

কবি চিরকাল একনিষ্ঠ সময় পার করে

অন্যরা যখন ধনজন লিপ্সায় ব্যস্ত-ত্রোস্ত

তখন দশদিগন্ত রেখায় কবি শব্দ সাজায়

কবি খোঁজে জীবন বোধের অমিয়সুধা

এবং গোপনে নির্মান করে আগামীর গান।

কখনো কখনো কবি প্রশ্নবিদ্ধ হয় দুর্বৃত্তায়িত

সমাজ কিংবা রাষ্ট্র-প্রশাসন উপেক্ষা কিংবা

যন্ত্রণাজালে বন্দি করে গজনীল মাহমুদ সাজে

অথচ ওরা জানে না শাহনামর আলোর ঝিলিক।

কবি প্রত্যায়িত স্বয়ং স্রষ্টার মধ্য দিয়ে

তাই কবির মৌনতা কিংবা সরবে পুষ্পঘ্রাণ

আনন্দোলস্নাস, সুখ-দুঃখ, মানবিক উস্থান

অর্থ-কাম-ক্রোধের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি

মানুষকে মানুষ হওয়ার থাকে চির আমন্ত্রণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে