শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১

বাঘ

জাহাঙ্গীর ফিরোজ
  ০৩ মে ২০২৪, ০০:০০
বাঘ

বন ছেড়ে এক বাঘ লুকালো মনে

অন্ধ রাতে চোখ দুটি তার জ্বলে

রাত্রি দুপুর চাঁদের পুকুর জলে

স্নান সেরে যেই ফিরলো ঘরে নারী

লাফিয়ে পড়ে অন্ধ কালা বাঘ।

জড়িয়ে ধরে বললো হেসে কামিনী

মধুর পিয়াস, লোহুর তিয়াষ নয় তো

বাঘ তুমি নও পাগলপারা হয়তো

কামের ফাঁদে জড়িয়ে হলে বন্দি

এই মধুরাত হোক না প্রেমের সন্ধি।

রাত পোহাল বাঘ পালালো বনে

মনের বনে ফুটলো চাপার কলি

গন্ধে মাতাল বাঘ রূপী সেই অলি।

মুখ গুঁজে রয় এলোকেশর বনে

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে