শেরপুরের জেলার নকলা উপজেলায় বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ফ্রেন্ডস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। 'বন্ধুত্ব করি, দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে ধারন করে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি শফিউল আলম লাভলুকে সভাপতি ও মো. মোশারফ হোসাইনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার ২৪ ডিসেম্বর রাত ৭টায় নকলা পৌরসভার পাইস্কা বাইপাস এলাকাস্থ বাংলো বাড়ি কফি হাউজ ও ফাষ্টফুড এন্ড রেস্টুরেন্টে যায়যায়দিন পত্রিকার উপজেলা শফিউল আলম লাভলুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নূর হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- জাহাঙ্গীর হোসেন আহমেদ, দেলোয়ার হোসেন, মো. মোশারফ হোসাইন, মোশাররফ হোসনে সরকার বাবু, ফজলে রাব্বী রাজন, নাহিদুল ইসলাম রিজন, আসাদুজ্জামান সৌরভ, হেলাল উদ্দিন বাবু, জিয়াউল হক জুয়েল ও লিমন আহমেদ প্রমুখ।
বক্তারা বলেন, যায়যায়দিন পত্রিকা দেশ ও জাতির কল্যাণে বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকদের মন জয় করে আসছে। সেই সাথে ফ্রেন্ডস ফোরামের বন্ধুরা সপ্তাহে একদিন সমাজের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে পত্রিকাটিকে একধাপ এগিয়ে নিয়ে গেছে। এই ধারা যুগযুগ ধরে চলমান থাকার আশাব্যক্ত করেন তারা। এর জন্য পত্রিকাটির প্রতিনিধিসহ ফ্রেন্ডস ফোরামের সকল সদস্যকে দায়িত্বশীলতার সহিত এলাকার উন্নয়ন মূলক কর্মকান্ড সমূহ নিয়মিত প্রচার প্রকাশের মাধ্যমে পাঠক নন্দিত পত্রিকাটির সুনাম ধরে রাখার আহ্বান জানান বক্তারা। ফ্রেন্ডস ফোরামের গঠনতন্ত্র মেনে সামাজিক ও মানবিক কর্মকান্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত রাখারও অঙ্গীকারসহ সৃজনশীল কর্মকান্ডে সবাইকে সম্পৃক্ত করার কথা ব্যক্ত করেন। এরপরে নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়।
কার্যকরী কমিটির সভাপতি: শফিউল আলম লাভলু; সহ সভাপতি হারুনুর রশিদ, শাহাজাদা স্বপন ও জাহাঙ্গীর হোসেন আহমেদ; সাধারণ সম্পাদক; মো. মোশারফ হোসাইন; যুগ্ম সাধারণ সম্পাদক: মোশাররফ হোসেন সরকার বাবু ও খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক: মুহাম্মদ ফারুকুজ্জামান, অর্থ সম্পাদক: নাহিদুল ইসলাম রিজন; দফতর সম্পাদক: ফজলে রাব্বী রাজন; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: শ্যামল বণিক অঞ্জন; সাংস্কৃতিক সম্পাদক: আসাদুজ্জামান সৌরভ; সমাজকল্যাণ সম্পাদক: দেলোয়ার হোসেন; ক্রীড়া সম্পাদক: রেজাউল হাসান সাফিত; সহ ক্রীড়া সম্পাদক: আব্দুলস্নাহ আল-আমিন; শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: শীমানুর রহমান সুখন; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: হেলাল উদ্দিন বাবু; প্রচার ও জনসংযোগ সম্পাদক: নূর হোসেন; সম্মানিত সদস্য: সেলিম রেজা, জিয়াউল হক জুয়েল, লিমন আহমেদ, মো. হাসান মিয়া ও দিদারুল আলআমিন দিদার।
কমিটি ঘোষণা শেষে যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি ও ফ্রেন্ডস ফোরামের সভাপতি শফিউল আলম লাভলুর জন্মবার্ষিকীতে কেক কাটা হয় এবং একে অপরকে কেক ও মিষ্টি খাইয়ে দিয়ে জন্মোৎসব উদযাপন করে। এসময় দিদারুল আল আমিনসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বাংলো বাড়ি কফি হাউজ ও ফাষ্টফুড এন্ড রেস্টুরেন্টের অনেকে উপস্থিত ছিলেন।
সভাপতি
ফ্রেন্ডস ফোরাম নকলা, শেরপুর