নেত্রকোণার পূর্বধলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উপদেষ্টা মো. খবিরুল আহসান উপজেলার সর্বস্তরের মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার বিদায় উপলক্ষে প্রশাসনের বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফ্রেন্ডস ফেরাম, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়িক সংগঠন, ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব, শিশু সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন মহলের লোকজন বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় তারা সম্মাননা স্মারক হিসেবে, ক্রেস্ট, ফুলের তোড়া, বই, স্মৃতি স্মারকসহ বিভিন্ন উপহার তুলে দেন। যায়যায়দিনের লেখক পাঠক শুভানুধ্যায়ীদের সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে গত ১৮ ডিসেম্বর বৃহষ্পতিবার সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন ফ্রেন্ডস ফোরামের আহ্বায়ক জাকির আহমদ খান কামাল, উপদেষ্টা ও যায়যায়দিনের পূর্বধলা উপজেলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ তালুকদার, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জুলফিকার আলী শাহীন, সহ সভাপতি নূর আহাম্মদ খান রতন, সাবেক সভাপতি মো. শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা, ইকরা প্রতিদিনের সম্পাদক মো. শফিকুল ইসলাম, সাংবাদিক এমদাদুল ইসলামসহ আরও অন্যান্য সাংবাদিকবৃন্দ। এ সময় রোকাইয়া ইসলাম ও রুবাইয়া ইসলাম দুই শিশু ভালোবাসার নিদর্শন স্বরূপ তাদের হাতে তৈরী শুভেচ্ছা উপহার তুলে দেয়।
মো: খবিরুল আহসান ২০২৩ সালের ৩০ অক্টোবর নেত্রকোণার পূর্বধলায় প্রথম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে মাত্র ১বছর ১মাস ১৭দিন অত্যন্ত বিচক্ষনতার সহিত দায়িত্ব পালন করেন। তিনি তার কর্মকালীন সময়ে নানামুখী গঠনমুলক ও সৃজনশলীন কর্মকান্ডের মাধ্যমে উপজেলাবাসীর কাছে আস্থার প্রতীক হয়ে উঠেন। ইউএনও খবিরুল আহসানের বদলীর আদেশের খবরে পূর্বধলাবাসীর একটি বিশাল অংশ মর্মাহত হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ইতিবাচক ও গঠনমুলক কাজগুলোর মাধ্যমে প্রশংসায় ভাসছিলেন। সেই সাথে প্রত্যাশা করছিলেন তিনি যেন আরো কিছুদিন এখানে থেকে যান। এরই প্রেক্ষিতে পূর্বধলায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে তার বদলীর আদেশ প্রত্যাহার চেয়ে মানববন্ধন ও রেলপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সাধারন মানুষের জন্য তার সহযোগিতার হাত ছিল প্রসারিত। তার উলেস্নখযোগ্য কাজের মধ্যে রয়েছে উপজেলা প্রশাসন শিশুপার্ক নির্মাণ, রাজধলা বিলপাড়ে মুক্তমঞ্চ স্থাপন, সবুজায়ন কর্মসূচি, শিল্পকলা একাডেমি সজ্জিত করন, গণপাঠাগার চালু, শিক্ষা ট্রাস্ট চালু ইত্যাদি। বিশেষ করে 'আই লাভ পূর্বধলা' নাম ফলকটি সবার নজর কাড়ে।
বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান পূর্বধলাবাসীর উদ্দেশ্যে বিদায়ী বক্তব্যে বলেন, 'পূর্বধলায় কর্মকালীন সময়ের উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি, সেই সাথে ভালোবাসাও পেয়েছি। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি পূর্বধলার জন্য ভালো কিছু করার। আমার কর্মকালীন সময়ে আমার কথাবার্তা বা কোন আচরণ যদি কারো মনোকষ্টের কারন হয়ে থাকে সেগুলি সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।'
উপদেষ্টা,
ফ্রেন্ডস ফোরাম পূর্বধলা, নেত্রকোণা।