যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর জেলা কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয় ১ মার্চ বিকাল ৪টায়। স্থান ছিল সকাল-সন্ধ্যা হোমিও হল, উত্তরবিলাসপুর। ৮ মার্চ ২০২৫ তারিখে আয়োজিত ইফতার মাহফিল সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুতিমূলক বিশেষ সভায় সভাপতিত্ব করেন ডা. খোন্দকার শাহিদুল হক এবং সঞ্চালনায় ছিলেন তপন কুমার চক্রবর্তী।
সভায় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক আজিজুর রহমান, সহ সভাপতি তাসলিমা সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাদিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, অর্থ সম্পাদক মো. নুর আক্কাস, সহ অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান (এসআইখান), অতিথি সদস্য মো. মনির হোসেন, সদস্য মো. আখতার হোসেন, কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু, হুমায়ূন কবির সুমন প্রমুখ।
বিস্তারিত আলোচনা শেষে আয়োজিত অনুষ্ঠানের প্রস্তুতিতে সন্তুষ্টি প্রকাশ করা হয় এবং প্রত্যেকের মতামতের ভিত্তিতে ইফতার মাহফিলের মেনু ও বাজেট নির্ধারণ করা হয়। যারা স্বেচ্ছায় এই মহতি অনুষ্ঠানে আর্থিকভাবে সহযোগিতা প্রদানের ইচ্ছা ব্যক্ত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এ ছাড়াও ডা: সাদিয়া সুলতানার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আলোচনাসভা ও ইফতার মাহফিলের পাশাপাশি ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনেরও সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নের জন্য একটি উপকমিটি গঠন করা হয়। উপকমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন, অর্থ সম্পাদক মো. নূর আক্কাস এবং সদস্য হিসেবে আছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন তন্ময় ও সমাজ কল্যাণ সম্পাদক মো. রাসু ।
তাদেরকে আরও সার্বিক সহযোগিতা করবেন যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক জিতু, সাংগঠনিক সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী, সহ অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম খান (এসআই খান) এবং যুগ্ম সাধারণ সম্পাদক ডা: সাদিয়া সুলতানা। দৈনিক যায়যায়দিন পত্রিকার সাথে সংশ্লিষ্ট গাজীপুরের প্রত্যেককে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্তও গৃহীত হয়।
পরিশেষে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে উপস্থিত সবাইকে পুনরায় ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সভাপতি,
যাযাদি/ এমএস