উচ্চ রক্তচাপ বিশ্বব্যাপী মৃত্যুর প্রধান কারণ। আনুমানিক ১.২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত এবং তাদের দুই-তৃতীয়াংশ নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করছে।
বাংলাদেশে প্রায় ৩ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। তাদের অর্ধেকেরও বেশি সচেতন নয় এবং যারা অ্যান্টি-হাইপারটেনসিভ গ্রহণ করছেন তাদের মধ্যে ৮৮% অনিয়ন্ত্রিত। বয়স্ক হাইপারটেনসিভ রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং রোগীদের প্রায় অর্ধেকই বয়স্ক ৫৫ বছরের উপরে। অতএব, উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
সেজন্য সার্ভিয়ার, উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনায় একজন বিশ্বনেতা, ১০ জুন ২০২২, শুক্রবার হোটেল রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে “অপ্টিমাল বয়স্ক রোগীদের উচ্চ রক্তচাপ ব্যবস্থাপনা” বাংলাদেশে প্রথম অ্যামলোডিপাইন এবং ইন্ডাপামাইড ফিক্সড ডোজ কম্বিনেশন চালু করা উপলক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার মো. সেশনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মালিক।
সেশনে সভাপতিত্ব করেন প্রফেসর এম. নজরুল ইসলাম, প্রাক্তন পরিচালক এনআইসিভিডি এবং ইউজিসি প্রফেসর অফ কার্ডিওলজি, বিএসএমএমইউ, ঢাকা এবং সহ-সভাপতি ছিলেন প্রফেসর কেএমএইচএস সিরাজুল।
হক, কার্ডিওলজি বিভাগের অনারারি প্রফেসর, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ, ঢাকা। মূল বক্তব্য প্রদান করেন প্রফেসর নিল পোল্টার, প্রিভেনটিভ কার্ডিওভাসকুলার মেডিসিনের অধ্যাপক, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, যুক্তরাজ্য। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব তোফাজ্জল হোসেন ভূঁইয়া, যিনি সার্ভার বাংলাদেশ অপারেশনের হেড অব অপারেশনস।
অনুষ্ঠানে দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।
যাযাদি/এস
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd