নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের হাসপাতালকে ৮২ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নিতকরন ও ৫০ জন শিক্ষার্থী বিশিষ্ট রেলওয়ে মেডিকেল কলেজ নির্মান প্রসঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ কর্তৃপক্ষ কর্তক এক পরামর্শ সভা শনিবার (২৬শে আগস্ট) শনিবার সকাল ১১ থেকে দুপুর একটা পযন্ত সৈয়দপুর উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) ড. মো. মুশফিকুর রহমান।
পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক গোলাম মোস্তফা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক সাদেকুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, মেয়র রাফিকা আকতার জাহান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডা. মাহবুবুল হক দুলাল প্রমূখ। সভা শেষে ঢাকা থেকে আগত কর্মকর্তাসহ রেলওয়ের কর্মকর্তা, এলাকার বিশিষ্ট ব্যক্তিরা রেলওয়ে হাসপাতাল পরিদর্শন করেন।
যাযাদি/ এস