শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

আরও ১৬ মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ২৬০৮

যাযাদি ডেস্ক
  ০৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪৯
আরও ১৬ মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ২৬০৮
আরও ১৬ মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি ২৬০৮

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৬০৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪ জনে।

অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন আট হাজার ৮৪৫ জন ডেঙ্গুরোগী।

রোববার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, শনিবার (২ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৬০৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৯২ জন, ঢাকার বাইরে ১ হাজার ৭১৬ জন।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮ জন, ঢাকার বাইরের ৮ জন।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে