বন্যার্তদের সহায়তায় বেসিসের ত্রাণ তহবিলে আর্থিক অনুদান প্রদান করেছে অরেঞ্জবিডি লিমিটেড।
বেসিসের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বন্যার্তদের সহায়তায় বেসিসের ত্রাণ তহবিলে অরেঞ্জবিডি লিমিটেডের সিনিয়র কর্মকর্তা-কর্মচারীগণদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থের চেক হস্তান্তর করেন অরেঞ্জবিডি লিমিটেডের প্রতিনিধি দল। সকলের সমন্বিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগ মোকাবেলা করা সম্ভব বলে বিশ্বাস করে প্রতিষ্ঠানটি ।
এ সময় উপস্থিত ছিলেন অরেঞ্জবিডি লিমিটেড এর পরিচালক ও চীফ অপারেটিং অফিসার হাফেজ আহাম্মদ, পরিচালক ও সিআইও মোঃ শামীম হোসেন এবং প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার শামস। বেসিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেসিসের পরিচালক মীর শাহরুখ ইসলাম এবং বেসিস সেক্রেটারি হাশিম আহমেদ।
দেশের এই প্রাকৃতিক দুর্যোগে বন্যার্তদের জন্য সামান্য পরিমান এই সহায়তা কিছুটা হলেও বন্যার্তদের উপকারে আসবে বলে বিশ্বাস করে অরেঞ্জবিডি লিমিটেড। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগে এই ধরণের ক্ষুদ্র অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানান প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহরিয়ার শামস।
যাযাদি/ এস