মধ্য-আফ্রিকায় নতুন করে পুনঃনির্বাচিত প্রেসিডেন্ট ফাউস্তিন অর্চেঞ্জ তোয়াদারাকে উৎখাত করতে রাজধানী বাঙ্গুর চারদিক থেকে আক্রমণে অংশ নেয়া ৪৪ বিদ্রোহী নিহত হয়েছে।
সরকারি বাহিনীর পাল্ট অভিযানে তারা প্রাণ হারায়। সোমবার সরকার একথা জানায়। খবর এএফপি’র।
ফেসবুকে দেয়া এক সরকারি বার্তায় বলা হয়, ‘মিত্র বাহিনীর’ সাথে একত্রে সিএআর সেনাবাহিনী রাজধানীর প্রায় ৯০ কিলোমিটার দূরে বোয়ালি গ্রামে পাল্টা অভিযান চালায়। এতে শাদ, সুদান এবং জাতিগত গ্রুপ
ফুলানির অনেক ভাড়াটেসহ ৪৪ জন নিহত হয়। তবে এ অভিযানে সরকারি বাহিনীর কেউ হতাহত হয়নি। সূত্র-বাসস
যাযাদি/ এমডি
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd