সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

​ নরওয়ে তীর ছুড়ে পাঁচজনকে হত্যা

যাযাদি ডেস্ক
  ১৪ অক্টোবর ২০২১, ১০:১৪
​  নরওয়ে তীর ছুড়ে পাঁচজনকে হত্যা
​ নরওয়ে তীর ছুড়ে পাঁচজনকে হত্যা

তীর-ধনুক দিয়ে হামলা চালিয়ে নরওয়েতে পাঁচজনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানী অসলোর দক্ষিণ-পশ্চিমে কংসবার্গ শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

এই হামলায় আহত হয়েছেন আরও দুইজন। ঘটনায় জড়িত সন্দেহে ৩৭ বছরী এক ডেনমার্কের নাগরিককে আটক করেছে পুলিশ।

পুলিশের একজন মুখপাত্র জানান, ধারণা করা হচ্ছে হামলাকারী একজন ছিলেন। এটি সন্ত্রাসী হামলা কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

দেশটির প্রধানমন্ত্রী আর্না সোলবার্গ হামলার খবরকে 'ভয়াবহ' বলে উল্লেখ করেন। তিনি বলেন, আমি বুঝতে পারছি অনেক মানুষই ভীত হয়ে পড়েছে। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

জানা গেছে, কংসবার্গ শহরের একটি সুপার মার্কেটের ভেতর থেকে তীর ছুড়ে হামলা চালান এক ব্যক্তি। এতে হতাহতের ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দাদের ঘরের ভেতরে নিরাপদে থাকতে বলা হয়েছে।

হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি অবস্থান করছে। টহল দিচ্ছে হেলিকপ্টারও।

যাযাদি/ এমডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে