থাইল্যান্ডের একটি নাইটক্লাবে আগুন লেগে ১৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বাঞ্চলের চোনবুড়ি প্রদেশে ঘটনাটি ঘটেছে।
কর্নেল উত্তিপং সোমজাই জানান, টেলিফোনে মাউন্টেন বি নাইটক্লাবটিতে রাত ১টার দিকে আগুন লাগার খবর পায় তারা। ভুক্তভোগীরা সবাই থাইল্যান্ডের নাগরিক বলেও জানান তিনি।
আইএনএন নিউজের বরাত দিয়ে ব্যাংকক পোস্ট জানিয়েছে, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। উদ্ধাকর্মীরা বলছেন, আহত হয়েছেন আরও ৪১ জন। তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: রয়টার্স, ব্যাংকক পোস্ট
যাযাদি/ এসএইচ
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd