শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

সিঙ্গাপুর না হলেও গর্ব করার মতো একটি নতুন চাটখিল হবে : কামরান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  ০৯ মে ২০২৫, ১৬:২৯
সিঙ্গাপুর না হলেও গর্ব করার মতো একটি নতুন চাটখিল হবে : কামরান
ছবি: যায়যায়দিন

সিঙ্গাপুর না হলেও গর্ব করার মত একটি নতুন চাটখিল হবে বলে মন্তব্য করেন নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সদস্য এবং জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালাহ উদ্দিন কামরান। চাটখিলে সন্ত্রাস, খুন, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নিতে প্রশাসনকে আরো মজবুত থাকতে হবে বলে বৃহস্পতিবার বিকেলে চাটখিল আজিজ সুপার মাকের্ট মাঠে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ।

বর্ষিয়ান এ রাজনীতিবিদ চাটখিল-সোনাইমুড়ির আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে থাকবেন বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, যুবদলের যুগ্ম আহবায়ক সুলতান বাবর, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ,বিএনপি নেতা গুলজার হোসেন তফদার, যুবদলের সদস্য ও ৭ নং ইউপি চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মামুন চৌধুরী, বিএনপি নেতা মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মুসফিকুর রহমান, সাবেক পৌর শ্রমিক দলের সদস্য কামরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা ।

এর আগে সোনামুড়ি উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে চাটখিল আসার পথে শুভেচ্ছা বিনিময় করেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে