শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সু চির দল এনএলডিকে বিলুপ্ত ঘোষণা

যাযাদি ডেস্ক
  ২৯ মার্চ ২০২৩, ১১:১৫

মিয়ানমারে রাজনৈতিক দলের তালিকা থেকে অং সান সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি বা এনএলডিকে বাদ দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। ফলে আসন্ন নির্বাচনে আর অংশ নিতে পারবে না দলটি।

নিবন্ধন না করায় সদ্য প্রকাশিত তালিকা থেকে বাদ দেয়া হয় এনএলডিকে। মঙ্গলবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন।

বছরের শুরুতেই রাজনৈতিক দলগুলোর জন্য কঠোর বিধি-নিষেধের ঘোষণা দেয় দেশটির জান্তা সরকার। নতুন আইন অনুযায়ী, নির্বাচনে লড়তে ইচ্ছুক দলগুলোকে নিবন্ধনের জন্য ৬০ দিন সময় বেঁধে দেয়া হয়। নির্বাচন কমিশনের দাবি, ৯০টি রাজনৈতিক দলের মাঝে সেনা সমর্থিত সলিডারিটি পার্টিসহ ৫০টি নিবন্ধন করলেও এনএলডি নির্ধারিত সময়ে তা করতে ব্যর্থ হয়েছে।

এদিকে, এনএলডির পক্ষ থেকে জানানো হয়েছে, জান্তা সরকারের অধীনে আসন্ন নির্বাচন অবৈধ হওয়ায়, তাতে অংশ নেবে না তারা।

১৯৮৮ সালে অং সান সু চির প্রতিষ্ঠিত এনএলডি নব্বইয়ের নির্বাচনে বিপুল ভোটে জয় পেলেও ফলাফল প্রত্যাখ্যান করে সামরিক জান্তা। এরপর ২০১৫ ও সবশেষ ২০'এর নির্বাচনেও সেনা সমর্থিত দলের বিরুদ্ধে জয় পায় এনএলডি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে